শ্রেষ্ঠ নবী
হযরত মুহাম্মদ (স) হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব ও নবী,
তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামাজিকতা ও মানবতার কবি।
আধুনিক বিজ্ঞানের বহুবিধ শাখায় ছিল তাঁর বিচরণ,
মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ছিল তাঁর সব আচরণ।
সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান কিংবা পররাষ্ট্র নীতি,
জানতেন তিনি সকল প্রকার ছিল না তাঁর ভীতি।
ভুল জাতীকে পথ দেখিয়ে এনেছেন সঠিক পথে,
ভুল মত থেকে বুকে টেনে নিয়ে এনেছেন সঠিক মতে।
আঘাত,জুলুম,অত্যাচার যারা করেছে নবীর গায়ে,
তারাও পরে স্থান পেয়েছেন নবীজীর স্নেহের ছাঁয়ে।
দ্বীন গ্রহণে বিশ্ব মহানবীজী দেননি কাউকে চাপ,
করেছে যারা মহা অন্যায় তাদেরও করেছেন মাফ।
দ্বীন ইসলামের নাবিক তিনি প্রভুর সুপ্রিয় পাত্র,
তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মোরা সবাই তার ছাত্র।
এক আল্লাহর একাত্ববাদ প্রচারে কাঁটালেন জীবন তিনি,
সারা বিশ্বের সকল মুসলিম তাই তাঁর কাছে চির ঋণী।
তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামাজিকতা ও মানবতার কবি।
আধুনিক বিজ্ঞানের বহুবিধ শাখায় ছিল তাঁর বিচরণ,
মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ছিল তাঁর সব আচরণ।
সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান কিংবা পররাষ্ট্র নীতি,
জানতেন তিনি সকল প্রকার ছিল না তাঁর ভীতি।
ভুল জাতীকে পথ দেখিয়ে এনেছেন সঠিক পথে,
ভুল মত থেকে বুকে টেনে নিয়ে এনেছেন সঠিক মতে।
আঘাত,জুলুম,অত্যাচার যারা করেছে নবীর গায়ে,
তারাও পরে স্থান পেয়েছেন নবীজীর স্নেহের ছাঁয়ে।
দ্বীন গ্রহণে বিশ্ব মহানবীজী দেননি কাউকে চাপ,
করেছে যারা মহা অন্যায় তাদেরও করেছেন মাফ।
দ্বীন ইসলামের নাবিক তিনি প্রভুর সুপ্রিয় পাত্র,
তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মোরা সবাই তার ছাত্র।
এক আল্লাহর একাত্ববাদ প্রচারে কাঁটালেন জীবন তিনি,
সারা বিশ্বের সকল মুসলিম তাই তাঁর কাছে চির ঋণী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/১২/২০১৮valo hoyece
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/১২/২০১৮দারুণ
-
মনিরুজ্জামান/জীবন ০২/১২/২০১৮অসাধারণ উপস্থাপন প্রিয় কবি।
-
আশা মনি ০২/১২/২০১৮good writing. Go ahead!