অনুভবে তুমি
মোর অন্তরের প্রেমময় চক্ষুদ্বয়
সুপ্রসারিত করে,
তব হৃদয়ের গহিন আঙিনায়
শুভদৃষ্টি নিক্ষেপে,
অনুভব করলাম তব মনে
স্বযত্নে বেড়ে উঠছে,
একরাশ শুভ্র মেঘের মত
নিষ্পাপ ভালোবাসা,
ঠিক যেমনটি আছে
মোর হৃদয়ের মাঝে,
শুধুই প্রিয়জন তোমার জন্য.........
সুপ্রসারিত করে,
তব হৃদয়ের গহিন আঙিনায়
শুভদৃষ্টি নিক্ষেপে,
অনুভব করলাম তব মনে
স্বযত্নে বেড়ে উঠছে,
একরাশ শুভ্র মেঘের মত
নিষ্পাপ ভালোবাসা,
ঠিক যেমনটি আছে
মোর হৃদয়ের মাঝে,
শুধুই প্রিয়জন তোমার জন্য.........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভদীপ চক্রবর্তী ১১/১০/২০১৮ভালো লাগলো।
-
আব্দুল হক ১১/১০/২০১৮সুন্দর!!!
-
অরন্য রানা ১০/১০/২০১৮বাহ! অসাধারন শব্দ শৈলী