নেতা
ভোট চাই ভাই ভোটারের, দোয়া চাই সকলের,
ভোট না দিলে দেখবে চিত্র, ভোট কেন্দ্র দখলের।
আমার মার্কা বাদ দিয়ে, অন্য মার্কায় ভোট দিলে,
চাপার দাঁত সব নিবো খুলে, শক্ত হাতের কিলে।
অন্য দলের মিছিলে তুই, যাস যদি ভুল করে,
প্রাণ নিয়ে ফিরবি নাকো, সেদিন আর তোর ঘরে।
রাতে দিনে ঘুমে জেগে, বলবি শুধু আমার নাম,
নেতা মানেই শুধু আমি, অন্য কারো নেইকো দাম।
গরীব-দুখী কৃষক শ্রমিক, কিবা তোদের দাম?
ভোটের ঘরেই থাকে শুধু, তোদের একটু নাম।
না হলে এই আমি নেতা, আসতাম তোদের কাছে?
বাধ্য হলেই ডাঙ্গায় উঠে, সাগর জলের মাছে।
দুষ্ট নেতায় সোনার বাংলা, গেছে যে আজ ভরে,
যোগ্য নেতা ভোট পায় না, ভোট নিয়ে যায় চোরে।
চোখ কান মন খোলা রেখে, ভোট দিবো বুঝে বুঝে,
যোগ্য নেতাদের পাশ করাবো, সবাই খুঁজে খুঁজে।
বিঃদ্রঃ লেখাটি কপি করা নিষিদ্ধ। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
ভোট না দিলে দেখবে চিত্র, ভোট কেন্দ্র দখলের।
আমার মার্কা বাদ দিয়ে, অন্য মার্কায় ভোট দিলে,
চাপার দাঁত সব নিবো খুলে, শক্ত হাতের কিলে।
অন্য দলের মিছিলে তুই, যাস যদি ভুল করে,
প্রাণ নিয়ে ফিরবি নাকো, সেদিন আর তোর ঘরে।
রাতে দিনে ঘুমে জেগে, বলবি শুধু আমার নাম,
নেতা মানেই শুধু আমি, অন্য কারো নেইকো দাম।
গরীব-দুখী কৃষক শ্রমিক, কিবা তোদের দাম?
ভোটের ঘরেই থাকে শুধু, তোদের একটু নাম।
না হলে এই আমি নেতা, আসতাম তোদের কাছে?
বাধ্য হলেই ডাঙ্গায় উঠে, সাগর জলের মাছে।
দুষ্ট নেতায় সোনার বাংলা, গেছে যে আজ ভরে,
যোগ্য নেতা ভোট পায় না, ভোট নিয়ে যায় চোরে।
চোখ কান মন খোলা রেখে, ভোট দিবো বুঝে বুঝে,
যোগ্য নেতাদের পাশ করাবো, সবাই খুঁজে খুঁজে।
বিঃদ্রঃ লেখাটি কপি করা নিষিদ্ধ। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৬/০৯/২০১৮দারুন,প্রীতি শুভেচ্ছা ...
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০৯/২০১৮বেশ সুন্দর ও দারুণ বাস্ততা।
কবিকে শুভেচ্ছা অফুরান।