ঢোল বাজ নেতা
নিজের ঢোল নিজে পেটানো নেইকো লোকের অভাব,
জ্ঞানে গুণে নেই ছিটেফোঁটা মহৎ সাঁজার স্বভাব।
দু-চার টাকা দান করলে শত শত তার ছবি,
আঁধার কেঁটে একাই যেন জাগায় প্রভাত রবি।
আশি টাকার কম্বল আর একশো টাকার লুঙ্গি,
দান করে সে রঙ্গ সাঁজে যেন দানবীরের ভঙ্গি।
জনগনের দুঃখে যে তার মনটা ভিষন কাঁদে,
ভোট দিয়ে করলে জয়ী নিবে সবাইকে চাঁদে।
মুখোশধারী জন দরদী ঢোল পেটানোর রাজা,
যদি বলে কেউ উচিৎ কথা খুব পটু দিতে সাঁজা।
তাইতো বলি মুখের কথায় মানুষ মাপা দায়,
চরিত্র আর ন্যায়নীতি দেখে দিবেন মনে সায়।
*********************************************
বিঃদ্রঃ লেখাটি কপি করা নিষিদ্ধ। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন।
[email protected]
শাহজাদপুর , সিরাজগঞ্জ
জ্ঞানে গুণে নেই ছিটেফোঁটা মহৎ সাঁজার স্বভাব।
দু-চার টাকা দান করলে শত শত তার ছবি,
আঁধার কেঁটে একাই যেন জাগায় প্রভাত রবি।
আশি টাকার কম্বল আর একশো টাকার লুঙ্গি,
দান করে সে রঙ্গ সাঁজে যেন দানবীরের ভঙ্গি।
জনগনের দুঃখে যে তার মনটা ভিষন কাঁদে,
ভোট দিয়ে করলে জয়ী নিবে সবাইকে চাঁদে।
মুখোশধারী জন দরদী ঢোল পেটানোর রাজা,
যদি বলে কেউ উচিৎ কথা খুব পটু দিতে সাঁজা।
তাইতো বলি মুখের কথায় মানুষ মাপা দায়,
চরিত্র আর ন্যায়নীতি দেখে দিবেন মনে সায়।
*********************************************
বিঃদ্রঃ লেখাটি কপি করা নিষিদ্ধ। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন।
[email protected]
শাহজাদপুর , সিরাজগঞ্জ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৫/০৯/২০১৮দারুন