হৃদয়ের ক্ষত
ভুলতে আজও পারিনি আমি,
তোমার দেয়া ক্ষত।
কষ্ট বুকে ধুকে ধুকে তাই,
চলছি অবিরত।
জীবনের যত স্বাদ স্বপ্ন,
ছিল যত ভালোবাসা।
বিসর্জন করে তব পায়ে,
মিটাতে চেয়েছি আশা।
মোর ভালোবাসা ছিল সত্য,
ছিল হৃদয়ের টান।
তোমায় দেখে দু-চোখ জুড়ে,
বয়েছে প্রেমের বাণ।
ভালোবেসে তাই হৃদয়ের মাঝে,
দিলাম তোমায় ঠাই।
চেয়ে দেখি পাশে সকলি আছে,
তুমি মোর পাশে নাই।
সুখের সাগর পেয়েছো তুমি,
আমায় গিয়েছো ভুলে।
এখন আমার বসত বাড়ি,
দুঃখ নদীর কুলে।
শাহজাদপুর-সিরাজগঞ্জ।
[email protected]
তোমার দেয়া ক্ষত।
কষ্ট বুকে ধুকে ধুকে তাই,
চলছি অবিরত।
জীবনের যত স্বাদ স্বপ্ন,
ছিল যত ভালোবাসা।
বিসর্জন করে তব পায়ে,
মিটাতে চেয়েছি আশা।
মোর ভালোবাসা ছিল সত্য,
ছিল হৃদয়ের টান।
তোমায় দেখে দু-চোখ জুড়ে,
বয়েছে প্রেমের বাণ।
ভালোবেসে তাই হৃদয়ের মাঝে,
দিলাম তোমায় ঠাই।
চেয়ে দেখি পাশে সকলি আছে,
তুমি মোর পাশে নাই।
সুখের সাগর পেয়েছো তুমি,
আমায় গিয়েছো ভুলে।
এখন আমার বসত বাড়ি,
দুঃখ নদীর কুলে।
শাহজাদপুর-সিরাজগঞ্জ।
[email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ৩০/০৬/২০১৮দুঃখের সাগরে ফেলে তোমায় সুখের সাগরে সে হাবু-ডুবু খায়।এটা এখন বাস্তবতা ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৬/২০১৮দারুন