পাগল
কেউ-বা পাগল টাকার জন্য,
কেউ-বা গাড়ি বাড়ি।
কেউ-বা পাগল সুনাম পেতে,
কেউ-বা চায় নারী।
কেউ-বা পাগল প্রভুর প্রেমে,
কেউ-বা প্রিয় নবীর।
কেউ-বা পাগল সাহিত্য রসে,
কেউ-বা কবিতা ও কবির।
কেউ-বা পাগল লুটে নিতে,
কেউ-বা চায় দিতে।
কেউ-বা পাগল হেরে জেতে,
কেউ-বা পাগল জিতে।
কেউ-বা পাগল সম্পদ গড়তে,
কেউ-বা পাগল দানে।
কেউ-বা পাগল নেশা করতে,
কেউ-বা পাগল গানে।
কেউ-বা পাগল ব্যয়ের জন্য,
কেউ-বা পাগল আয়ে।
কেউ-বা পাগল ঘুরতে ফিরতে,
শস্য শ্যামল গাঁয়ে।
শাহজাদপুর-সিরাজগঞ্জ।
কেউ-বা গাড়ি বাড়ি।
কেউ-বা পাগল সুনাম পেতে,
কেউ-বা চায় নারী।
কেউ-বা পাগল প্রভুর প্রেমে,
কেউ-বা প্রিয় নবীর।
কেউ-বা পাগল সাহিত্য রসে,
কেউ-বা কবিতা ও কবির।
কেউ-বা পাগল লুটে নিতে,
কেউ-বা চায় দিতে।
কেউ-বা পাগল হেরে জেতে,
কেউ-বা পাগল জিতে।
কেউ-বা পাগল সম্পদ গড়তে,
কেউ-বা পাগল দানে।
কেউ-বা পাগল নেশা করতে,
কেউ-বা পাগল গানে।
কেউ-বা পাগল ব্যয়ের জন্য,
কেউ-বা পাগল আয়ে।
কেউ-বা পাগল ঘুরতে ফিরতে,
শস্য শ্যামল গাঁয়ে।
শাহজাদপুর-সিরাজগঞ্জ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২০/০৬/২০১৮বেশ ভালো লাগল।
-
সাঁঝের তারা ২০/০৬/২০১৮সবাই পাগল