গরিব-দুখী
গরিব-দুখী সকল জনই
এই সমাজের মানুষ।
টাকার জোড়ে অহংকারে,
কেউবা উড়ায় ফানুশ।
গরিব-দুখী সকল জনেরে,
আসুন ভালবাসি।
অল্প একটু সাহায্য পেলেই,
ফুটবে তাদের হাসি।
শাহজাদপুর-সিরাজগঞ্জ।
এই সমাজের মানুষ।
টাকার জোড়ে অহংকারে,
কেউবা উড়ায় ফানুশ।
গরিব-দুখী সকল জনেরে,
আসুন ভালবাসি।
অল্প একটু সাহায্য পেলেই,
ফুটবে তাদের হাসি।
শাহজাদপুর-সিরাজগঞ্জ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০৮/০৬/২০১৮বেশ ভরপুর!
-
রবিউল হাসান ০৭/০৬/২০১৮দারুন বার্তা।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৬/২০১৮গরিবজনে ভালোবাসা বিলিয়ে দিতে হবে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৬/২০১৮সুন্দর।