তোমার পথিক
আমি পথ হাড়িয়ে বারবার যেন,
ফিরে আসি তব ধারে।
দেখি যেন সদা শয়নে স্বপনে,
ভালবাসি আমি যারে।
আমার মনে যত আছে সুখ,
তোমায় বিলিয়ে দিব।
তোমার মনের যত দুঃখ আছে,
সবই ছিনিয়ে নিব।
কখনো যেন কষ্ট নাহি পাও,
সেটাই ভাবি মনে।
সদায় যেন ঘুরে বেড়াও তুমি,
সুখের গভীর বনে।
ঘুরতে ঘুরতে যদি কষ্টের বনে,
ঢুকে পর কভু ভুলে।
সেথা হতে তোমায় সুখের রাজ্যে,
নিয়ে আসবোই তুলে।
ফিরে আসি তব ধারে।
দেখি যেন সদা শয়নে স্বপনে,
ভালবাসি আমি যারে।
আমার মনে যত আছে সুখ,
তোমায় বিলিয়ে দিব।
তোমার মনের যত দুঃখ আছে,
সবই ছিনিয়ে নিব।
কখনো যেন কষ্ট নাহি পাও,
সেটাই ভাবি মনে।
সদায় যেন ঘুরে বেড়াও তুমি,
সুখের গভীর বনে।
ঘুরতে ঘুরতে যদি কষ্টের বনে,
ঢুকে পর কভু ভুলে।
সেথা হতে তোমায় সুখের রাজ্যে,
নিয়ে আসবোই তুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০২/০৬/২০১৮বিবেকে কেউ নাড়া না দিলে আবেগ আসেনা।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৬/২০১৮প্রচণ্ড আবেগের বহিঃপ্রকাশ।