বই মেলা
বই মেলা তো নয়রে ভাই,
শুধুই বইয়ের মেলা।
দেখি সেথায় লক্ষ কোটি,
তরুণ প্রাণের খেলা।
নবীন প্রবীণ হাজার লেখার,
সমারোহ ঘটে মেলায়।
বই কেনা আর বই পড়াতে,
মাতি নতুন খেলায়।
শুধুই বইয়ের মেলা।
দেখি সেথায় লক্ষ কোটি,
তরুণ প্রাণের খেলা।
নবীন প্রবীণ হাজার লেখার,
সমারোহ ঘটে মেলায়।
বই কেনা আর বই পড়াতে,
মাতি নতুন খেলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৯/২০২৪সুন্দর বাক্য
-
সাইদ খোকন নাজিরী ৩০/০৫/২০১৮বেশ সুন্দর! ছোট খুব বড় অনেক!
-
এস এম আলমগীর হোসেন ২৯/০৫/২০১৮সুন্দর সুন্দর কথা