গণহত্যা দিবস
২৫ শে মার্চ। জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনের শেষে অন্ধকার কালো রাতে, নিরস্ত্র ও নিরীহ বাঙালীর উপড় সীমাহীন অমানুষিক নির্যাতন আর পৈশাচিক হত্যা যজ্ঞ চালায় পশ্চিম পাকিস্থানের কুকুরের দল। অপারেশন " সার্চ লাইট" নামক সেই অভিযানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অগণিত বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র, এবং সাধারণ জনগন কে তারা হত্যা করে। দাউদাউ করে আগুন জালিয়ে দেয়, অসংখ্য বাড়ি ঘরে। যা পৃথিবীব্যাপী এক ঘৃণ্য কালো ইতিহাসের সাক্ষ্য বহন করে। সেই রাতের সকল শহীদদের স্বরণে প্রতি বছর ২৫ শে মার্চ পালিত হয়, জাতীয় গণহত্যা দিবস। গত ২৫ শে মার্চ ২০১৮ তে উক্ত গণহত্যা দিবসে মোমবাতি প্রোজ্জ্বল করে স্বরণ করা হয় তাদের আত্ব ত্যাগের কথা। মহান আল্লাহ্ পাক যেন তাদের আত্বার মাগফিরাত দান করেন। আমিন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।