অবাক পুতুল সুফিয়া
কে কে তোমরা দেখবে ভাই, আজব পুতুল খেলা,
এই পুতুলের অবাক কান্ডে, ধন্য ঢাকার মেলা।
হাসতে পারে কাঁদতে পারে, আরো পারে গাইতে,
জানতে চাইলে বলতে পারে, স্বামী সন্তান চাইতে।
নানান প্রশ্নের উত্তর পারে, চায় বংশ বৃদ্ধি,
উন্নয়নের স্বপ্ন বুক ভরা, করবে সবই সিদ্ধি।
তিন দিনেই পুতুলের জন্য, খরচ বারো কোটি,
তাতেই দেখি কত জনের, গড়ম হচ্ছে ঘঁটি।
হাজার হাজার কোটি টাকা, লুট হচ্ছে নিত্য,
জনগণের টাকায় রাজা ওরা, জনগণ আজও ভৃত্য।
মৌলিক অধিকার প্রতিষ্ঠা চাই, আমরা দেশবাসী,
গরীব দুঃখী অসহায় জনের, ফুটুক মুখে হাসি।
এই পুতুলের অবাক কান্ডে, ধন্য ঢাকার মেলা।
হাসতে পারে কাঁদতে পারে, আরো পারে গাইতে,
জানতে চাইলে বলতে পারে, স্বামী সন্তান চাইতে।
নানান প্রশ্নের উত্তর পারে, চায় বংশ বৃদ্ধি,
উন্নয়নের স্বপ্ন বুক ভরা, করবে সবই সিদ্ধি।
তিন দিনেই পুতুলের জন্য, খরচ বারো কোটি,
তাতেই দেখি কত জনের, গড়ম হচ্ছে ঘঁটি।
হাজার হাজার কোটি টাকা, লুট হচ্ছে নিত্য,
জনগণের টাকায় রাজা ওরা, জনগণ আজও ভৃত্য।
মৌলিক অধিকার প্রতিষ্ঠা চাই, আমরা দেশবাসী,
গরীব দুঃখী অসহায় জনের, ফুটুক মুখে হাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৫/২০১৮
-
দীপঙ্কর বেরা ১৯/০৫/২০১৮বাহ
দারুণ
ধন্যবাদ।