মাতৃভূমি শাহজাদপুর
শাহজাদপুর আমার মুখের হাসি, সুখ আনন্দ রাশিরাশি।
শাহজাদপুর আমার দুঃখ ব্যথা, যেন আমার মনের কথা।
শাহজাদপুর আমার সুখের স্মৃতি, জীবন ধারায় সুরেলা গীতি।
শাহজাদপুর আমার প্রাণের ছবি, পূর্ব দিগন্তে উদয় রবি।
শাহজাদপুর আমার চাওয়া পাওয়া,ভোজন বিলাসী খাওয়া দাওয়া।
শাহজাদপু আমার অন্তর-আন্তা, দেহ মাঝে ফুসফুসের হাওয়া।
শাহজাদপুর আমার রক্তে মাংসে, মিশে থাকে সদা দিবানিশি ।
শাহজাদপুর আমার মাতৃভূমি, তাই আমি তোমাকেই ভালবাসি।
রচনাকালঃ দুপুর-০১.৩০ মিঃ ১১-০৩-১৮ ইং,
( নিজ পিত্রালয় ) শাহজাদপুর-সিরাজগঞ্জ।
শাহজাদপুর আমার দুঃখ ব্যথা, যেন আমার মনের কথা।
শাহজাদপুর আমার সুখের স্মৃতি, জীবন ধারায় সুরেলা গীতি।
শাহজাদপুর আমার প্রাণের ছবি, পূর্ব দিগন্তে উদয় রবি।
শাহজাদপুর আমার চাওয়া পাওয়া,ভোজন বিলাসী খাওয়া দাওয়া।
শাহজাদপু আমার অন্তর-আন্তা, দেহ মাঝে ফুসফুসের হাওয়া।
শাহজাদপুর আমার রক্তে মাংসে, মিশে থাকে সদা দিবানিশি ।
শাহজাদপুর আমার মাতৃভূমি, তাই আমি তোমাকেই ভালবাসি।
রচনাকালঃ দুপুর-০১.৩০ মিঃ ১১-০৩-১৮ ইং,
( নিজ পিত্রালয় ) শাহজাদপুর-সিরাজগঞ্জ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৯/০৫/২০১৮ভালো লাগলো!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৫/২০১৮বাহ!
-
পবিত্র চক্রবর্তী ১৯/০৫/২০১৮ভালো কিন্তু তৃতীয় অনুচ্ছেদের বক্তব্য ভীষনই বালখিল্য । যাকে কেউ ভালোবাসে সে কিভাবে গলার ফাঁসি হতে পারে ?