ভালবাসার শংকা
না জানি আজ কত ভ্রমর উড়েছে, ফুল থেকে ফুলে।
মনের কুবৃত্তি আর লালসায় ডুবেছে, ভুল থেকে ভুলে।
সাঁতরে বেড়িয়েছে তারা কামনার জলে, নদ থেকে নদে।
চলেছে শৃঙ্খলাহীন যৌনতার মহাযাত্রা, দল থেকে দলে।
দিয়ে ফাঁকি মালির চোখ ভ্রমর ঢুকেছে,বাগ থেকে বাগে।
ফুল গুলি নষ্ট করে খেয়েছে মধু, ভাবতেই কষ্ট লাগে !
ভ্রমর না চিনেই কতনা ফুল ভিড়িয়েছে তরী,পাড় থেকে পাড়ে।
জীবনের নঙ্গর ফেলতে একদিন ঘুরবে,দার থেকে দারে।
সকল ভুলের যন্ত্রণায় সেদিন উঠবে ঝড়,মন থেকে মনে।
সতীত্বহীন ও কলংকময় জীবন নিয়ে ঘুরবে,বন থেকে বনে।
রচনাকালঃ ১৪ ই ফেব্রুয়ারি ২০১৮. ২ রা মাঘ ১৪২৪ বাংলা। স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
ই- মেইল- [email protected]
শাহজাদপুর - সিরাজগঞ্জ।
মনের কুবৃত্তি আর লালসায় ডুবেছে, ভুল থেকে ভুলে।
সাঁতরে বেড়িয়েছে তারা কামনার জলে, নদ থেকে নদে।
চলেছে শৃঙ্খলাহীন যৌনতার মহাযাত্রা, দল থেকে দলে।
দিয়ে ফাঁকি মালির চোখ ভ্রমর ঢুকেছে,বাগ থেকে বাগে।
ফুল গুলি নষ্ট করে খেয়েছে মধু, ভাবতেই কষ্ট লাগে !
ভ্রমর না চিনেই কতনা ফুল ভিড়িয়েছে তরী,পাড় থেকে পাড়ে।
জীবনের নঙ্গর ফেলতে একদিন ঘুরবে,দার থেকে দারে।
সকল ভুলের যন্ত্রণায় সেদিন উঠবে ঝড়,মন থেকে মনে।
সতীত্বহীন ও কলংকময় জীবন নিয়ে ঘুরবে,বন থেকে বনে।
রচনাকালঃ ১৪ ই ফেব্রুয়ারি ২০১৮. ২ রা মাঘ ১৪২৪ বাংলা। স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
ই- মেইল- [email protected]
শাহজাদপুর - সিরাজগঞ্জ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৯/০৫/২০১৮ভালো লাগলো.!
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৫/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৫/২০১৮ভাল লাগল।