পদ্মা নদীর পাড়ে
গিয়েছিলাম ঘুড়তে আমি পদ্মা নদীর পাড়ে,
দেখি সেথায় পদ্মার ইলিশ রাখা সাড়ে সাড়ে।
লোভ সামলাতে না পেরে খেলাম গোটা ছয়,
খাইতে পেলাম ভাড়ী মজা ছিল কাঁটার ভয়।
পদ্মা সেতুর কাজ চলছে দেখলাম নিজের চোখে,
দেশটা গড়বো স্বপ্নের মত সেই চেতনা বুকে।
উন্নয়নের বিপুল ছোঁয়া লেগেছে পদ্মার পাড়ে,
কল কারখানা নতুন শহর গড়বে ধিরে ধিরে।
কর্মসংস্থান যোগাযোগ ব্যাবস্থা দুটোই হবে ভাল,
সারা বাংলায় জ্বলবে এভাবেই উন্নয়নের আলো।
দেশটা হবে সোনার বাংলা মানুষ হবে সুখি,
নিজ পায়ে দাঁড়াবে বাংলা,হবে না পর মুখি।
দেখি সেথায় পদ্মার ইলিশ রাখা সাড়ে সাড়ে।
লোভ সামলাতে না পেরে খেলাম গোটা ছয়,
খাইতে পেলাম ভাড়ী মজা ছিল কাঁটার ভয়।
পদ্মা সেতুর কাজ চলছে দেখলাম নিজের চোখে,
দেশটা গড়বো স্বপ্নের মত সেই চেতনা বুকে।
উন্নয়নের বিপুল ছোঁয়া লেগেছে পদ্মার পাড়ে,
কল কারখানা নতুন শহর গড়বে ধিরে ধিরে।
কর্মসংস্থান যোগাযোগ ব্যাবস্থা দুটোই হবে ভাল,
সারা বাংলায় জ্বলবে এভাবেই উন্নয়নের আলো।
দেশটা হবে সোনার বাংলা মানুষ হবে সুখি,
নিজ পায়ে দাঁড়াবে বাংলা,হবে না পর মুখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৯/০৫/২০১৮ভালো লাগলো....
-
পি পি আলী আকবর ১৭/০৫/২০১৮খুব সুন্দর হয়েছে
-
পবিত্র চক্রবর্তী ১৭/০৫/২০১৮বিষয় ভালো কিন্তু ছন্দ ভালো করতে হবে ॥
-
তাহমিদ জামান ১৬/০৫/২০১৮ধন্যবাদ আমার প্রিয় পদ্মা নিয়ে লেখার জন্য।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৫/২০১৮খুব ভালো হয়েছে।