নিবেদন
নব গোলাপের পাপড়ি এনে, লুটাবো তোমার পায়ে।
দুর্লভ সব মৃগনাভী এনে, মাখাবো তোমার গায়ে।
ভালবেসে যদি ঠাই দাও মোরে, তোমার মনের ছায়ে l
আকাশের সব নীলিমা এনে, জড়াবো তোমার চোখে।
ঝলমল জ্বলা তারকা এনে, পড়াবো তোমার নাকে।
প্রেম পিয়ালা নিয়ে আসো যদি, মোর হৃদয়ের মাঝে l
স্নিগ্ধ সুরভি জ্যোৎস্না দিয়ে, ধুইবো তোমার মুখ।
শির কোরবান দিতে পারি ওগো, পাও যদি তুমি সুখ।
নিবেদন শুধু ভালবাসা দিও, হইও নাগো বৈমুখ l
( শাহজাদপুরী কবি ও কবিতা " বইয়ে প্রকাশিত আমার একটি কবিতার কিছু অংশ ,ভাল লাগলে জানাবেন ,পুরোটা পোস্ট করব ) ধন্যবাদান্তেঃ সেলিম রেজা সাগর।
দুর্লভ সব মৃগনাভী এনে, মাখাবো তোমার গায়ে।
ভালবেসে যদি ঠাই দাও মোরে, তোমার মনের ছায়ে l
আকাশের সব নীলিমা এনে, জড়াবো তোমার চোখে।
ঝলমল জ্বলা তারকা এনে, পড়াবো তোমার নাকে।
প্রেম পিয়ালা নিয়ে আসো যদি, মোর হৃদয়ের মাঝে l
স্নিগ্ধ সুরভি জ্যোৎস্না দিয়ে, ধুইবো তোমার মুখ।
শির কোরবান দিতে পারি ওগো, পাও যদি তুমি সুখ।
নিবেদন শুধু ভালবাসা দিও, হইও নাগো বৈমুখ l
( শাহজাদপুরী কবি ও কবিতা " বইয়ে প্রকাশিত আমার একটি কবিতার কিছু অংশ ,ভাল লাগলে জানাবেন ,পুরোটা পোস্ট করব ) ধন্যবাদান্তেঃ সেলিম রেজা সাগর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০৫/২০১৮
-
পবিত্র চক্রবর্তী ১০/০৫/২০১৮বানানের দিকে খেয়াল রাখতে হবে । পাপড়ি , দুর্লভ , ছায়ে , জ্যোৎস্না । ছুঁয়াবো বলে শব্দ নেই তাও ব্যবহার করলে ছুঁয়াবো হবে । বৈমুখ বলে শব্দ নেই - বিমুখ হলে ঠিক । আশাকরি আগামীতে আরও ভালো কবিতা পাবো ॥
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৫/২০১৮অনেক ভাল
স্যালুট....