www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইসলামী ছাঁয়া

সৃজিয়া স্রষ্টা মানব তরী, শ্রীময় ধরার পরে,
শত সহস্র নিয়ামত রাজী, দিয়েছেন উহাতে ভরে ।

মানব তরী বহিছে সহসা, অবনী ন্যায় নীলাম্বু জলে,
নিজ বাঞ্চা মেটাতে সবাই, ঘুড়িছে ব্যোমের তলে।

কেউ বা চাহিছে দীপ্ত মহী, ভুলিয়া কলহ কোপ
কেউ বা চাহিছে কনক ও নিধি, ভুলিয়া উদয় তপ ।

অবশেষে শিলীমুখ থামে, সমীর বেড়িয়ে যায়,
মৃত্তিকার কায়া ধরিত্রী মাঝে, পঁচে গলে মুছে যায় ।

তাই শুধাই ভ্রাতা ঢেকে নাও তনু, ইসলামী ছাঁয়া তলে,
নইলে কিন্তু ওপাড় মাঠে, পুড়িবে অরুন তলে ।

প্রকাশিত হয়েছিল ="শাহ্জাদপুরী কবি এবং কবিতা" বইয়ে, শ্রাবন ১৪১৬ বাংলা, জুলাই ২০০৯ ইং।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ অনুভব ।
    বানান বিষয়ে আরো সতর্ক হলে
    বেশ ভাল হবে । ধন্যবাদ ।
  • দারুণ
  • অসাধারন সুন্দর হয়েছে।
    ভাল থাকবেন।
 
Quantcast