নার্স
হল এক মহান পেশা, সারা বিশ্বের মাঝে।
রোগে শোকে কাতর যারা, লাগে তাদের কাজে।
ডাক্তার বাবু পারে না সদয়, থাকতে রুগীর পাশে।
সারাক্ষণ নার্স পাশে থেকে, রুগীকেই ভালবাসে।
ঔষধ খাওয়ায় সাহস যোগায়, পরিস্কার করে মল।
কষ্টে কাতর অসহায় রুগীর, মুছে দেয় চোখের জল।
অচেনাকে তারা আপন ভেবে, নেয় টেনে তার বুকে।
কেঁদে ওঠে তারা রুগীর দুঃখে, হেসে ওঠে তার সুখে।
মানব সেবার মহান ব্রত, এই পেশারই লক্ষ্য।
নিজের ভাল মন্দ ভুলে, টানে রুগীর পক্ষ।
ভালবাসা দিয়ে সেবা দিয়ে, রুগীকে করে সুস্থ্য।
হোক না যতই গরীব দুঃখী, হোক না যতই দুস্ত।
কত না সময় আপন কেউ, থাকে না রুগীর পাশে।
নার্স পেয়ে পাশে অসহায় রুগী, স্বস্তির হাসি হাসে।
কখনো মা কখনো মেয়ে, কখনো সেজে ভালবাসা।
মরণ পথের রুগীর মনে, জাগায় বাঁচার আশা।
নিজের কষ্ট লুকিয়ে নার্স, রুগীর সেবা করে।
জীবনটাকে তারা বিলায় সদা, মানব সেবার তরে।
তবু যারা নার্সদের পানে, তাকায় কটু চোখে।
হাসি ঠাট্টা ব্যঙ্গ করে, চুনকালি সেই মুখে।
যে যাই ভাবুক যে যাই বলুক, নার্সরা এগিয়ে যাবে।
মানব সেবাই করে পালন, হিসেব করে না লাভে।
রুগীর পাশে থাকবে সদায়, এই যে তাদের পণ।
চায় শুধু তারা মানবতার জয়, চায় না কভু ধন।
০৫-০৫-১৮
রোগে শোকে কাতর যারা, লাগে তাদের কাজে।
ডাক্তার বাবু পারে না সদয়, থাকতে রুগীর পাশে।
সারাক্ষণ নার্স পাশে থেকে, রুগীকেই ভালবাসে।
ঔষধ খাওয়ায় সাহস যোগায়, পরিস্কার করে মল।
কষ্টে কাতর অসহায় রুগীর, মুছে দেয় চোখের জল।
অচেনাকে তারা আপন ভেবে, নেয় টেনে তার বুকে।
কেঁদে ওঠে তারা রুগীর দুঃখে, হেসে ওঠে তার সুখে।
মানব সেবার মহান ব্রত, এই পেশারই লক্ষ্য।
নিজের ভাল মন্দ ভুলে, টানে রুগীর পক্ষ।
ভালবাসা দিয়ে সেবা দিয়ে, রুগীকে করে সুস্থ্য।
হোক না যতই গরীব দুঃখী, হোক না যতই দুস্ত।
কত না সময় আপন কেউ, থাকে না রুগীর পাশে।
নার্স পেয়ে পাশে অসহায় রুগী, স্বস্তির হাসি হাসে।
কখনো মা কখনো মেয়ে, কখনো সেজে ভালবাসা।
মরণ পথের রুগীর মনে, জাগায় বাঁচার আশা।
নিজের কষ্ট লুকিয়ে নার্স, রুগীর সেবা করে।
জীবনটাকে তারা বিলায় সদা, মানব সেবার তরে।
তবু যারা নার্সদের পানে, তাকায় কটু চোখে।
হাসি ঠাট্টা ব্যঙ্গ করে, চুনকালি সেই মুখে।
যে যাই ভাবুক যে যাই বলুক, নার্সরা এগিয়ে যাবে।
মানব সেবাই করে পালন, হিসেব করে না লাভে।
রুগীর পাশে থাকবে সদায়, এই যে তাদের পণ।
চায় শুধু তারা মানবতার জয়, চায় না কভু ধন।
০৫-০৫-১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৫/২০১৮বাহ! সুন্দর।