শিয়ালের ভালবাসা
শিয়ালের ভালবাসা, মুরগি পাওয়ার আশা,
মিটাইতে ক্ষুধার জ্বালা, খুঁজবে এমন বাসা।
যেই বাসাতে মুরগি আছে, মোটা তরতাজা,
খাইতে যাবে সুকৌশলে,যেন বুদ্ধির রাজা।
ছলে বলে কৌশলেতে, আসবে তোমার বাড়ি,
অবশেষে সু্যোগ বুঝে, মুরগি নিবে কাঁড়ি।
মুরগি যখন খাওয়া হবে, যাবে তোমায় ছাড়ি,
দয়া করে শুধু রেখে যাবে, পঁচা নাড়ি ভুঁড়ি।
শিয়াল বড় চালাক চতুর, যায়না তারে বোঝা,
ভিতরে তার লক্ষ প্যাঁচ, বাহিরেতে খুব সোজা।
উপকার করবে তোমার, একটু একটু করে,
ভদ্রতায় মনটা তোমার, রাখবে সদা ভরে।
নানা রকম ছল বাহানায়, থাকবে তোমার বাড়ি,
প্রয়োজন একদিন মিটে গেলে, ওপার দিবে পাড়ি।
শিয়ালকে তুমি ভাব যদি, স্বর্গ সুখের মাঝি,
শিয়াল হবে দুঃখের প্রতীক, হবে দুঃখের কাজি।
শিয়ালকে বিশ্বাস করলে, হয় যে এমন ভুল।
যে কারনে অবশেষে, থাকে নাকো কারো কূল।
দেখবে তখন মনের দুঃখে, ছিঁড়তে চাইবে চুল,
সর্বশেষে সেই শিয়াল দাদাই, হবে দুঃখের মূল।
প্রকাশিত হয়েছিল ="শাহ্জাদপুরী কবি এবং কবিতা" বইয়ে, শ্রাবন ১৪১৬ বাংলা, জুলাই ২০০৯ ইং।
মিটাইতে ক্ষুধার জ্বালা, খুঁজবে এমন বাসা।
যেই বাসাতে মুরগি আছে, মোটা তরতাজা,
খাইতে যাবে সুকৌশলে,যেন বুদ্ধির রাজা।
ছলে বলে কৌশলেতে, আসবে তোমার বাড়ি,
অবশেষে সু্যোগ বুঝে, মুরগি নিবে কাঁড়ি।
মুরগি যখন খাওয়া হবে, যাবে তোমায় ছাড়ি,
দয়া করে শুধু রেখে যাবে, পঁচা নাড়ি ভুঁড়ি।
শিয়াল বড় চালাক চতুর, যায়না তারে বোঝা,
ভিতরে তার লক্ষ প্যাঁচ, বাহিরেতে খুব সোজা।
উপকার করবে তোমার, একটু একটু করে,
ভদ্রতায় মনটা তোমার, রাখবে সদা ভরে।
নানা রকম ছল বাহানায়, থাকবে তোমার বাড়ি,
প্রয়োজন একদিন মিটে গেলে, ওপার দিবে পাড়ি।
শিয়ালকে তুমি ভাব যদি, স্বর্গ সুখের মাঝি,
শিয়াল হবে দুঃখের প্রতীক, হবে দুঃখের কাজি।
শিয়ালকে বিশ্বাস করলে, হয় যে এমন ভুল।
যে কারনে অবশেষে, থাকে নাকো কারো কূল।
দেখবে তখন মনের দুঃখে, ছিঁড়তে চাইবে চুল,
সর্বশেষে সেই শিয়াল দাদাই, হবে দুঃখের মূল।
প্রকাশিত হয়েছিল ="শাহ্জাদপুরী কবি এবং কবিতা" বইয়ে, শ্রাবন ১৪১৬ বাংলা, জুলাই ২০০৯ ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ০৬/০৫/২০১৮অসাধারণ কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৫/২০১৮শিয়ালেরও ভলোবাসা!
-
মুকিম মাহমুদ মুকিত ০৬/০৫/২০১৮দারুন লেখা
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৬/০৫/২০১৮দারুণ .....
-
পবিত্র চক্রবর্তী ০৬/০৫/২০১৮ভালো । তবে তরু তাজা নয় হবে তরতাজা । প্রতিক নয় প্রতীক , প্যাচ না প্যাঁচ , নাক হবে না হবে নাকো ॥
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৫/২০১৮দারুন।