কাল আসবে কবে
ছোট্ট খোকা নাভিদ সোনা
দুষ্টমিতে ভরা,
হচ্ছে বড় হচ্ছে না সব
নিজে নিজে করা।
কপট রাগের ভানটি করে
মা বললেন ডেকে,
নিজের কাজটি নিজে তুমি
করবে এখন থেকে।
মাথা নেড়ে সায় জানিয়ে
বলল নাভিদ হেঁকে,
ঠিক আছে মা তোমার কথা
করব যে কাল থেকে।
ব্রাশ কর দাত মাজন দিয়ে
ভোরবেলা মা বলে,
আজ তুমি কাল করব নিজে
বলে হাসির ছলে।
খাবার খেতে বসে নাভিদ
মায়ের পানে চেয়ে,
করুন সুরে বলল কেঁদে
কালকে নেব খেয়ে।
করতে গোসল বলল মা যে
জামা পড় গায়ে,
আজকে তুমি দাও করে সব
পড়ি তোমার পায়ে।
লেখা পড়া শিখতে হবে
বইটি খুলে বসো,
আজকে ভালো লাগছে না মা
একটু খেলি এসো।
এমনি করে দিন কেটে যায়
নাভিদ সোনা হাসে,
কাজটি নিজে করবে কবে
কাল যে নাহি আসে।
দুষ্টমিতে ভরা,
হচ্ছে বড় হচ্ছে না সব
নিজে নিজে করা।
কপট রাগের ভানটি করে
মা বললেন ডেকে,
নিজের কাজটি নিজে তুমি
করবে এখন থেকে।
মাথা নেড়ে সায় জানিয়ে
বলল নাভিদ হেঁকে,
ঠিক আছে মা তোমার কথা
করব যে কাল থেকে।
ব্রাশ কর দাত মাজন দিয়ে
ভোরবেলা মা বলে,
আজ তুমি কাল করব নিজে
বলে হাসির ছলে।
খাবার খেতে বসে নাভিদ
মায়ের পানে চেয়ে,
করুন সুরে বলল কেঁদে
কালকে নেব খেয়ে।
করতে গোসল বলল মা যে
জামা পড় গায়ে,
আজকে তুমি দাও করে সব
পড়ি তোমার পায়ে।
লেখা পড়া শিখতে হবে
বইটি খুলে বসো,
আজকে ভালো লাগছে না মা
একটু খেলি এসো।
এমনি করে দিন কেটে যায়
নাভিদ সোনা হাসে,
কাজটি নিজে করবে কবে
কাল যে নাহি আসে।
--সাকির খান
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৮/০৫/২০১৫ছন্দের সাথে সাথে একটা ছেলের বেড়ে ওঠার গল্প, জীবনটাকে ইচ্ছেমত খেলার সামগ্রী হিসেবে দ্যাখা, - সবই সার্থক ভাবে ফুটে উঠেছে ; শুভেচ্ছা কবিকে ।
-
আব্দুল মান্নান মল্লিক ০৪/০৫/২০১৫বা, খুব সুন্দর, আবার লিখববেন
-
ঐশ্বরিক হিমা ০৪/০৫/২০১৫সুন্দর
-
ফাহ্মিদা বারী ০২/০৫/২০১৫ভাল লাগল।