আমার চোখে তুমি
কাজল কালো চোখ যে তোমার
নীল সাগরের ঢেউ,
চোখে তোমার হারিয়ে যাব
খোঁজ পাবেনা কেউ।
তোমার হাসি দেখলে
মনে জাগে শিহরণ,
ঝরনা ধারা সদাই কানে
করছে অনুরণ।
মেঘ বরণ কেশ গো তোমার
দীঘল ঘন বন
তোমার চুলে হারিয়ে যেতে
চাইছে আমার মন।
কন্ঠে তোমার বাজে বীণা
মন মাতানো সুর
ইচ্ছে করে তোমার কথা
শুনি রাত দুপুর।
হাতে চুড়ি পায়ে নুপুর
ছন্দে মাতাও প্রাণ
মন ছুটে যায় তোমার পানে
গাইছে প্রেমের গান।
-- সাকির খান।
নীল সাগরের ঢেউ,
চোখে তোমার হারিয়ে যাব
খোঁজ পাবেনা কেউ।
তোমার হাসি দেখলে
মনে জাগে শিহরণ,
ঝরনা ধারা সদাই কানে
করছে অনুরণ।
মেঘ বরণ কেশ গো তোমার
দীঘল ঘন বন
তোমার চুলে হারিয়ে যেতে
চাইছে আমার মন।
কন্ঠে তোমার বাজে বীণা
মন মাতানো সুর
ইচ্ছে করে তোমার কথা
শুনি রাত দুপুর।
হাতে চুড়ি পায়ে নুপুর
ছন্দে মাতাও প্রাণ
মন ছুটে যায় তোমার পানে
গাইছে প্রেমের গান।
-- সাকির খান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।