প্রেরণা
ছন্দ আমার মনে আছে
বলতে মুখে চাই
লিখতে বসে চুল টানি ভাই
শব্দ যে না পাই।
সাদা কাগজ নিয়ে আমার
সারাটা দিন যায়
এলোমেলো কথা গুলো
মিলে না যে হায়।
কবি হওয়ার সাধ যে আমার
গুড়েবালি তাই
নিভু নিভু করে প্রদীপ
যাচ্ছে নিভে ভাই।
হঠাৎ করে তুমি এলে
ওয়েব সাগরে ভেসে
উত্সহাহেতে ভরিয়ে দিলে
আমায় তুমি হেসে।
উদ্দীপনার প্রতিক তুমি
তোমার জুরি নাই
তোমায় দেখে নতুন করে
সাহস খুঁজে পাই।
এই লিখাটি দিলাম আমি
তোমায় উপহার
উদ্দীপনা দিও তুমি
আমায় বারংবার ।
--সাকির খান
বলতে মুখে চাই
লিখতে বসে চুল টানি ভাই
শব্দ যে না পাই।
সাদা কাগজ নিয়ে আমার
সারাটা দিন যায়
এলোমেলো কথা গুলো
মিলে না যে হায়।
কবি হওয়ার সাধ যে আমার
গুড়েবালি তাই
নিভু নিভু করে প্রদীপ
যাচ্ছে নিভে ভাই।
হঠাৎ করে তুমি এলে
ওয়েব সাগরে ভেসে
উত্সহাহেতে ভরিয়ে দিলে
আমায় তুমি হেসে।
উদ্দীপনার প্রতিক তুমি
তোমার জুরি নাই
তোমায় দেখে নতুন করে
সাহস খুঁজে পাই।
এই লিখাটি দিলাম আমি
তোমায় উপহার
উদ্দীপনা দিও তুমি
আমায় বারংবার ।
--সাকির খান
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৯/০৪/২০১৫কবিতা কিন্তু চমৎকার হয়েছে ।
-
নাজমুল আহসান ২৭/০৪/২০১৫সাদা কাগজ নিয়ে সারাটা দিন যায়