ধিক্কার
সময় কে সাথে নিয়ে, কষ্ট কে ছাড়িয়ে
বেলা শেষে কেও নয়,
কারও ঘর হারিয়ে।
অদ্ভুত হতাশা, ধিক্কার সমাজে
অসহায় বেমানান ধনীবান সমাজে।
চিন্তার বেড়াজাল- ব্যর্থ অনলে
পুড়ে ছাই ইচ্ছেরা স্বপ্নিল আকাশে!
একবুক কষ্ট -হতাশাকে সাথে নিয়ে
বয়ে চলি প্রতিবার, আহবান প্রহারে,
মুক্তির শুদ্ধ সীমাহীন প্রান্তে,
একে-একে যুদ্ধ চিন্তার প্রসারে।
সমাজের নিয়তি গড়ে দেয় ভাগ্য,
প্রতিঘাত -প্রতিবার চিন্তারা আজ শুদ্ধ।
সাম্য বেমানান লুটপাট সমাজে
চারি দিয়ে আঁচড়াও নিয়তির কপালে
গুটি পায়ে বসে থাক কঙ্কণ জরিয়ে,
সময় টা কেটে যাক কাঙ্গালির খেয়ালে।
বেলা শেষে কেও নয়,
কারও ঘর হারিয়ে।
অদ্ভুত হতাশা, ধিক্কার সমাজে
অসহায় বেমানান ধনীবান সমাজে।
চিন্তার বেড়াজাল- ব্যর্থ অনলে
পুড়ে ছাই ইচ্ছেরা স্বপ্নিল আকাশে!
একবুক কষ্ট -হতাশাকে সাথে নিয়ে
বয়ে চলি প্রতিবার, আহবান প্রহারে,
মুক্তির শুদ্ধ সীমাহীন প্রান্তে,
একে-একে যুদ্ধ চিন্তার প্রসারে।
সমাজের নিয়তি গড়ে দেয় ভাগ্য,
প্রতিঘাত -প্রতিবার চিন্তারা আজ শুদ্ধ।
সাম্য বেমানান লুটপাট সমাজে
চারি দিয়ে আঁচড়াও নিয়তির কপালে
গুটি পায়ে বসে থাক কঙ্কণ জরিয়ে,
সময় টা কেটে যাক কাঙ্গালির খেয়ালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ৩০/০৮/২০২০অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২০চমৎকার
-
Md. Jahangir Hossain ২৯/০৮/২০২০ভাল লাগলো।
-
আলম সারওয়ার ২৯/০৮/২০২০চমত্কার লিখনি
-
ফয়জুল মহী ২৯/০৮/২০২০অতুলনীয় রচনাশৈলী ,
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ২৯/০৮/২০২০Valo laglo, priyo kobi
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৮/২০২০দারুন