উৎকন্ঠা
কিছু স্বপ্ন নীল খামে ছায়ার মাঝে আঁকি,রুপ বিহীন সৌন্দর্যেও চাহিয়া থাকি।
তাকে ঘিরেই নিশিত জাগরণ, বেখেয়ালি থাকি, আবশে আনমনে খুঁজি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি।
মেঘলা আকাশে ঝিরিঝিরি হাওয়াতে টাপুরটুপুর ধ্বনিতে নূপুরের ঝংকারে মাতি।
হ্যা আমি তোমাকে খুঁজি তোমায় ভালোবাসি।
কাশফুলে আঁচল টুকু ছড়িয়ে করেছো মন উতলা।
হাসি তে বেধেছো নয়ন খানা, সত্যি তোমায় ছাড়া দিশেহারা।
হ্যা আমি তোমাকে খুঁজি তোমায় ভালোবাসি।
তাকে ঘিরেই নিশিত জাগরণ, বেখেয়ালি থাকি, আবশে আনমনে খুঁজি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি।
মেঘলা আকাশে ঝিরিঝিরি হাওয়াতে টাপুরটুপুর ধ্বনিতে নূপুরের ঝংকারে মাতি।
হ্যা আমি তোমাকে খুঁজি তোমায় ভালোবাসি।
কাশফুলে আঁচল টুকু ছড়িয়ে করেছো মন উতলা।
হাসি তে বেধেছো নয়ন খানা, সত্যি তোমায় ছাড়া দিশেহারা।
হ্যা আমি তোমাকে খুঁজি তোমায় ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/০৭/২০২০অনন্য লেখনশৈলী
-
ফয়জুল মহী ২১/০৭/২০২০মুগ্ধতা রেখে গেলাম কবি
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৭/২০২০সুন্দর হয়েছে।