বৃষ্টি নিঝুম
হচ্ছে না..
মেঘলা আকাশ শান্ত সময়...
বৃষ্টি সাথি করে,
বইছে হাওয়া চমকে যাওয়া!
দূর আকাশের ভিরে।
স্বপ্নগুলো হচ্ছে জড়ো,
ইচ্ছে গুলো মনে,
বৃষ্টি নিঝুম-আনমনে সব
পথ ভুলো মন খুঁজে।
হঠাৎ যেন মেঘ গুড়গুড়,
আবার তাদের ডাকে,
অন্ধকারে ও স্নিগ্ধ সময়
আদ্রতাশূন্য আলোয়ে।
হচ্ছে না সব ইচ্ছে পূরণ,
এক ভাবনার সময়ে।
হচ্ছে না সব গল্প গুলো
একত্রে মিল বাধিয়ে।
হচ্ছে না আজ এক সুরেতে,
গানের মালা ছড়িয়ে,
একই ভাবে ভেজা বৃষ্টি
আতিথ্যতার কল্লোলে।
মেঘলা আকাশ শান্ত সময়...
বৃষ্টি সাথি করে,
বইছে হাওয়া চমকে যাওয়া!
দূর আকাশের ভিরে।
স্বপ্নগুলো হচ্ছে জড়ো,
ইচ্ছে গুলো মনে,
বৃষ্টি নিঝুম-আনমনে সব
পথ ভুলো মন খুঁজে।
হঠাৎ যেন মেঘ গুড়গুড়,
আবার তাদের ডাকে,
অন্ধকারে ও স্নিগ্ধ সময়
আদ্রতাশূন্য আলোয়ে।
হচ্ছে না সব ইচ্ছে পূরণ,
এক ভাবনার সময়ে।
হচ্ছে না সব গল্প গুলো
একত্রে মিল বাধিয়ে।
হচ্ছে না আজ এক সুরেতে,
গানের মালা ছড়িয়ে,
একই ভাবে ভেজা বৃষ্টি
আতিথ্যতার কল্লোলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২১/০৭/২০২০বাহ্ চমৎকার লেখনী
-
রবীন আফরিন ২০/০৭/২০২০খুব সুন্দর লাগলো 👌👌👌
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৭/২০২০সুন্দর।
-
ফয়জুল মহী ২০/০৭/২০২০দারুণ উপস্থাপন I
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৭/২০২০অনবদ্য