মায়ায় ভোলা
আমায় স্মরণ করার দিনে, আজ নেই উচ্ছালতা নেই রিম ঝিমে আলো,হারিয়েছি সব বিদায় ক্ষনে।
ধারা পরিবার পূত্র স্বজন আনন্দে মাতে সারাক্ষণ, আর একলা ঘরে বড় অন্ধকারে, কেঁদে কাটে সারা বেলা।
না কেউ ভাবে না, চলছে তারা, মায়ায় ভোলা।
মিছে মায়ায় কাটিয়ে বেলা, শুন্য হাতে রওনা।
দুপাশে চাটায় ছাড়া কিছু জুটে না।
নেই খাট নেই বালিশ, মেঠো গন্দ ছাড়া, না কিছু জুটে না।
আদরের শরীর খানা পোকায় কিরায় ছানা ভানা,খুলে গেছে নয়ন খানা।
ভেবে ভেবে ঘেন্না ধরা।
ধারা পরিবার পূত্র স্বজন আনন্দে মাতে সারাক্ষণ, আর একলা ঘরে বড় অন্ধকারে, কেঁদে কাটে সারা বেলা।
না কেউ ভাবে না, চলছে তারা, মায়ায় ভোলা।
মিছে মায়ায় কাটিয়ে বেলা, শুন্য হাতে রওনা।
দুপাশে চাটায় ছাড়া কিছু জুটে না।
নেই খাট নেই বালিশ, মেঠো গন্দ ছাড়া, না কিছু জুটে না।
আদরের শরীর খানা পোকায় কিরায় ছানা ভানা,খুলে গেছে নয়ন খানা।
ভেবে ভেবে ঘেন্না ধরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rabia Onti ২০/০৭/২০২০ভাল হয়েছে
-
কুমারেশ সরদার ১৯/০৭/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২০অন্যরকম চিন্তার অনবদ্য প্রকাশ ।
-
দীপজয় গাঙ্গুলী ১৯/০৭/২০২০অন্যরকম ভালো।