অপ্রিয়
অপ্রিয় --
তোমার ভালো লাগায়
-----আমি অপ্রিয়
তবুও তোমায় ভালবাসবো!!
তোমার সব গল্পে
----আমি তুচ্ছ
তবুও তোমাকেও পাশে চাইবো!
তোমার লেখা মানে,
আমি অযথায়..
তবুও রইবো প্রতি সিমানায়..
তোমার স্বপ্ন মানে..
--আমি না থাকা
তবুও আসবোই..
তোমার না চাওয়ায়!
তোমার ইচ্ছে গুলো
-রঙে রঙা দিন
আমি সেখানেতেই সেচ্ছা সাধিন।
তোমার দুঃখগুলো একা যেখানে
আমার স্পর্শ পাবে প্রতিটি গানে,.
তোমার না বলা শব্দ গুলো,
আমার মেলানো বাক্য শত।
তোমার হারিয়ে যাওয়া সময়গুলো
আমার প্রতিটি পাওয়ায় স্বপ্ন জড়ো
তুমি ভাবো বা নাই ভাবো
আমি সারাজীবন ভেবেই যাবো..
তোমার লেখা সুরে,
আমি হই বিষাদ,
তবুও প্রতিটি সুরে আমায় একাকার,
আমায় খোজোঁ আর নাই-বা ভাবো
আমি এভাবে ভালবেসেই যাবো!
তোমার ভালো লাগায়
-----আমি অপ্রিয়
তবুও তোমায় ভালবাসবো!!
তোমার সব গল্পে
----আমি তুচ্ছ
তবুও তোমাকেও পাশে চাইবো!
তোমার লেখা মানে,
আমি অযথায়..
তবুও রইবো প্রতি সিমানায়..
তোমার স্বপ্ন মানে..
--আমি না থাকা
তবুও আসবোই..
তোমার না চাওয়ায়!
তোমার ইচ্ছে গুলো
-রঙে রঙা দিন
আমি সেখানেতেই সেচ্ছা সাধিন।
তোমার দুঃখগুলো একা যেখানে
আমার স্পর্শ পাবে প্রতিটি গানে,.
তোমার না বলা শব্দ গুলো,
আমার মেলানো বাক্য শত।
তোমার হারিয়ে যাওয়া সময়গুলো
আমার প্রতিটি পাওয়ায় স্বপ্ন জড়ো
তুমি ভাবো বা নাই ভাবো
আমি সারাজীবন ভেবেই যাবো..
তোমার লেখা সুরে,
আমি হই বিষাদ,
তবুও প্রতিটি সুরে আমায় একাকার,
আমায় খোজোঁ আর নাই-বা ভাবো
আমি এভাবে ভালবেসেই যাবো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৯/০৭/২০২০ভালো লাগলো শুভকামনা রইলো প্রিয়।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৭/০৭/২০২০ভাল লাগলো।
-
Rabia Onti ১৭/০৭/২০২০খুব ভাল লাগলো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৭/২০২০সুন্দর উপস্হাপন।
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন । ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৭/২০২০সুন্দর লিখেছেন।