ফাল্গুনী মেয়ে
ফাল্গুনী মেয়ে তুমি কোন পথে যাও ভালোবাসা নাও না হলে দাও।
যাও তুমি হেটে হেটে খুব চুপ চাপ, দূর থেকে দেখে অনেক আলাপ ।
খাওয়া দাওয়া সব শেষ, ঘুম নাই চোখে, কি করবো চোখ বুজলে ছবি খানা ভাসে।
লোকে বলে বিমরতি জিনের আছ র,উরো মন ছুটে চলে দেশ দেশান্তর।
হঠাৎ দেখি তুমি হাসো মনে লাগে ভয়,আমার ভাবনা কি জানি হয়।
কেটে যায় কিছু ক্ষন, কিছু দিন বেলা,হেটে হেটে আসো তুমি একলা, রেখে যাও খামে কিছু আমি ভাবি না।
সবশেষে খাম খানা যখন আমি খুলি, পেয়ে যায় সব কিছু যা ভাবিনি।
যাও তুমি হেটে হেটে খুব চুপ চাপ, দূর থেকে দেখে অনেক আলাপ ।
খাওয়া দাওয়া সব শেষ, ঘুম নাই চোখে, কি করবো চোখ বুজলে ছবি খানা ভাসে।
লোকে বলে বিমরতি জিনের আছ র,উরো মন ছুটে চলে দেশ দেশান্তর।
হঠাৎ দেখি তুমি হাসো মনে লাগে ভয়,আমার ভাবনা কি জানি হয়।
কেটে যায় কিছু ক্ষন, কিছু দিন বেলা,হেটে হেটে আসো তুমি একলা, রেখে যাও খামে কিছু আমি ভাবি না।
সবশেষে খাম খানা যখন আমি খুলি, পেয়ে যায় সব কিছু যা ভাবিনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৮/০৭/২০২০অসাধারণ লেখনী
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২০Beautiful pome
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৭/২০২০দারুন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৭/২০২০ভালো লাগলো