একাকিত্ব
আমি একাকিত্ব নিয়ে কিছু ভাবিনা,,
একাকিত্ব হয়তো নিরবে গ্রাস করবে,,
তাতে কি, কারো মিছে আশ্বাস, ভাঙ্গা বিশ্বাস,
ঠুনকো মায়া,হাসির মিছিলে,আমায় তো আর
পেরেক মারতে পারলো না।
"তাই আমি আমার মতো"
আমি এই টুকু আশা রাখি আমি যেন থাকি
এই বিশাল ধরণীর বুকে,একটু প্রজ্বলিত।।
একাকিত্ব হয়তো নিরবে গ্রাস করবে,,
তাতে কি, কারো মিছে আশ্বাস, ভাঙ্গা বিশ্বাস,
ঠুনকো মায়া,হাসির মিছিলে,আমায় তো আর
পেরেক মারতে পারলো না।
"তাই আমি আমার মতো"
আমি এই টুকু আশা রাখি আমি যেন থাকি
এই বিশাল ধরণীর বুকে,একটু প্রজ্বলিত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৮/২০২০হক কথা
-
দীপঙ্কর বেরা ২৯/০৭/২০২০ঠিক কথা
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২০খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর উপস্থাপন অনেক ভালোলাগা রেখে গেলাম
-
এম. মাহবুব মুকুল ১৬/০৭/২০২০দারুণ কবিতা।