ইচ্ছে করে
ইচ্ছে করে
ইচ্ছে করে বলে ফেলি,
সপ্ন জড়ো করে।
ইচ্ছে করে জানিয়ে ফেলি
আমিও অদ্ভুতালয়ে..
ইচ্ছে করে হাজার রকম
প্রত্যাশিত আশা।
ইচ্ছে করে সাধিন আমি
সেচ্ছাসেবক হওয়া।
ইচ্ছে করে, পাখির ডানায়
দেখবো জগত ঘুরে।
নাম না জানা কতো প্রানি থাকছে সেথায় ঘিরে,
ইচ্ছে করে ভাববো আবার
আমার আমি কে?
ইচ্ছে করেই অপরিচিতা,
পরিচয়ে নিজেকে!!
ইচ্ছে করেই....
ইচ্ছে করে বলে ফেলি,
সপ্ন জড়ো করে।
ইচ্ছে করে জানিয়ে ফেলি
আমিও অদ্ভুতালয়ে..
ইচ্ছে করে হাজার রকম
প্রত্যাশিত আশা।
ইচ্ছে করে সাধিন আমি
সেচ্ছাসেবক হওয়া।
ইচ্ছে করে, পাখির ডানায়
দেখবো জগত ঘুরে।
নাম না জানা কতো প্রানি থাকছে সেথায় ঘিরে,
ইচ্ছে করে ভাববো আবার
আমার আমি কে?
ইচ্ছে করেই অপরিচিতা,
পরিচয়ে নিজেকে!!
ইচ্ছে করেই....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৭/০৭/২০২০মুগ্ধতায় ছড়াছড়ি
-
ফয়জুল মহী ১৫/০৭/২০২০Excellent
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৭/২০২০ভালো। ব্লগে স্বাগতম ও শুভেচ্ছা।
-
Md. Jahangir Hossain ১৫/০৭/২০২০ভাল লাগল।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৭/২০২০বাহ , খুব সুন্দর।