নীলাচল
নীলাচল
আমি ফুলখড়ি তুমি নীলাচল,তুমি বাতাসে ভাসাও নীল আচল।
বড় সুন্দর অনেক সুশিলভ, গুন গুন শুরে আসে কলরব।
বাতাসে কও অনুরব,আমি ভালোবাসি অতিসব।
জাগ্রত প্রাণে শুধু তোমার অনুভব, যদিও কাঁদে মন নেই যার অভিযোগ।
আমি ফুলখড়ি তুমি নীলাচল,তুমি বাতাসে ভাসাও নীল আচল।
বড় সুন্দর অনেক সুশিলভ, গুন গুন শুরে আসে কলরব।
বাতাসে কও অনুরব,আমি ভালোবাসি অতিসব।
জাগ্রত প্রাণে শুধু তোমার অনুভব, যদিও কাঁদে মন নেই যার অভিযোগ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ০২/০৮/২০২০সুন্দর লেখা
-
Md. Rayhan Kazi ১২/০৭/২০২০অসাধারণ লেখনী
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১২/০৭/২০২০ধন্যবাদ ও সুভেচ্ছা।
-
ফয়জুল মহী ১২/০৭/২০২০সব কথা অতি সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন
-
Md. Rayhan Kazi ১২/০৭/২০২০Extraordinary
-
কবীর হুমায়ূন ১২/০৭/২০২০ভালো লিখেছেন। শুভ কামনা।