মনে পরে
মনে পরে...
যখন বিষন্ন মেঘ তার অন্ধকার কে প্রতিফলিত করে..
মনে পরে ঠিক তখন...
যখন হঠা্ৎ করেই নিজের ছায়ার সাথে কথোপথোন হয়.
মনে পরে..
তারা গুলো যখন দলবদ্ধ হতে ছড়িয়ে যায় আকাশে....
মনে হয় চাদঁ তার প্রতিক্ষায় আরও একবার ভাবতে বসেছে
আমিও নই কি তার দলে?.
মনে পরে...
যখন অজান্তেই ভুল করে ফেলি..
মনে পরে...
যখন হোঁচট খেয়ে -নিজেই হেসে ফেলি।
মনে পরে
তখন আমি কিছুই ভাবি না
মনে পরে, ঠিক তখনও
যখন হয়তো তুমিও তা ভাবতে চাও না
মনে পরে - ভিষণ ভাবে
আবেসে. ছন্দে...
আমার নিত্য নতুন গল্পে..৷
কবিতায়, আক্ষেপে...
বদ্ধ চিন্তায়,, মুগ্ধ নিদ্রায়!!
আমার সকল সময়েই মনে পরে
যখন বিষন্ন মেঘ তার অন্ধকার কে প্রতিফলিত করে..
মনে পরে ঠিক তখন...
যখন হঠা্ৎ করেই নিজের ছায়ার সাথে কথোপথোন হয়.
মনে পরে..
তারা গুলো যখন দলবদ্ধ হতে ছড়িয়ে যায় আকাশে....
মনে হয় চাদঁ তার প্রতিক্ষায় আরও একবার ভাবতে বসেছে
আমিও নই কি তার দলে?.
মনে পরে...
যখন অজান্তেই ভুল করে ফেলি..
মনে পরে...
যখন হোঁচট খেয়ে -নিজেই হেসে ফেলি।
মনে পরে
তখন আমি কিছুই ভাবি না
মনে পরে, ঠিক তখনও
যখন হয়তো তুমিও তা ভাবতে চাও না
মনে পরে - ভিষণ ভাবে
আবেসে. ছন্দে...
আমার নিত্য নতুন গল্পে..৷
কবিতায়, আক্ষেপে...
বদ্ধ চিন্তায়,, মুগ্ধ নিদ্রায়!!
আমার সকল সময়েই মনে পরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ১৪/০৭/২০২০সুন্দর ।
-
নীলাঞ্জন চক্রবর্তী ১৩/০৭/২০২০খুব সুন্দর লাগলো লেখাটা পড়ে।
-
Md. Rayhan Kazi ১৩/০৭/২০২০মনোমুগ্ধকর লেখনী
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২০অত্যন্ত মনোমুদ্ধকর লেখা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৭/২০২০অসাধারন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৭/২০২০দারুন