হারানো সুখ
স্থব্দ প্রকৃতী স্থব্দ আমি
তার মাঝে কী যেন হারীয়েছি আমি
নাইতো সুখ ভুরী ভুরী পাওয়ার মাঝে
প্রকৃত সুখ আছে রে হারানোর মাঝে
দিনের বেলায় জ্বালিয়েছি মোমবাতি আমি,
রাতের আধারে বসে আছি শুধু যে আমি।
তার মাঝে কী যেন হারীয়েছি আমি
নাইতো সুখ ভুরী ভুরী পাওয়ার মাঝে
প্রকৃত সুখ আছে রে হারানোর মাঝে
দিনের বেলায় জ্বালিয়েছি মোমবাতি আমি,
রাতের আধারে বসে আছি শুধু যে আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/১০/২০১৬বেশ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/১০/২০১৬ভালো। তবে স্থব্দ নয় স্তব্ধ, প্রকৃতী নয় প্রকৃতি, হারীয়েছি নয় হারিয়েছি, নাইতো নয় নয়তো, ভুরী নয় ভুঁড়ি, আধার নয় আঁধার। শুভেচ্ছা।
-
মোনালিসা ১১/১০/২০১৬সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/১০/২০১৬Fine