রহস্য ময় পাঠক
কবিতা লেখকের মনের ভাব,
লেখকের চেতনা ।
কবিতা পাঠক এর হাসি – কান্না
লেখকের ভাবনা ।
লেখকের চোখ হৃদয় ফুটে ওঠে ,
কবিতার মাধুর্যে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
কবিতায় কি থাকছে ?
কবি কবিতা লিখে যায় ,
বিশ্ব চোখ জুরে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
বিশ্ব বই ঘুরে ,
কবি কবিতা লিখে যায় ,
বর্ণ বসিয়ে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
চোখ জুরে ।
কবির মনের ভাবনাচিন্থা ,
কেহ জানত না।
কবি যদি যত্ন করে,
প্রকৃতি দেখত না।
কবিতা পাঠক কখনো ,
বুঝতে পারত না ।
কবির অন্তর যদি,
চুপটি করে থাকতো ।
কবিতা পাঠক কখনো কি ,
আলো ছুতে পেতো ?
কবি ভালবেসে আলোর নেশা দেন ,
ঐ নেশা পাঠক গ্রহন করে,
বিলিন করে দেন ।
লেখকের চেতনা ।
কবিতা পাঠক এর হাসি – কান্না
লেখকের ভাবনা ।
লেখকের চোখ হৃদয় ফুটে ওঠে ,
কবিতার মাধুর্যে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
কবিতায় কি থাকছে ?
কবি কবিতা লিখে যায় ,
বিশ্ব চোখ জুরে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
বিশ্ব বই ঘুরে ,
কবি কবিতা লিখে যায় ,
বর্ণ বসিয়ে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
চোখ জুরে ।
কবির মনের ভাবনাচিন্থা ,
কেহ জানত না।
কবি যদি যত্ন করে,
প্রকৃতি দেখত না।
কবিতা পাঠক কখনো ,
বুঝতে পারত না ।
কবির অন্তর যদি,
চুপটি করে থাকতো ।
কবিতা পাঠক কখনো কি ,
আলো ছুতে পেতো ?
কবি ভালবেসে আলোর নেশা দেন ,
ঐ নেশা পাঠক গ্রহন করে,
বিলিন করে দেন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ০৫/০৯/২০১৬ঠিক কবিতা মনে হয়নি, তবে লেখাটা ভালো লেগেছে।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৮/২০১৬ভালো। কিন্তু বানানে যত্নশীল হতে হবে বন্ধু।
-
নাবিক ০১/০৮/২০১৬ভাল্লাগলো ☺
-
স্বপ্নময় স্বপন ০১/০৮/২০১৬অনন্য!
-
অঙ্কুর মজুমদার ০১/০৮/২০১৬Sundor...
-
মনিরুজ্জামান শুভ্র ০১/০৮/২০১৬ভাল লিখেছেন। বানানগুলো একটু দেখে নিবেন।
-
মোনালিসা ০১/০৮/২০১৬ভাল