www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রহস্য ময় পাঠক

কবিতা লেখকের মনের ভাব,
লেখকের চেতনা ।
কবিতা পাঠক এর হাসি – কান্না
লেখকের ভাবনা ।
লেখকের চোখ হৃদয় ফুটে ওঠে ,
কবিতার মাধুর্যে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
কবিতায় কি থাকছে ?
কবি কবিতা লিখে যায় ,
বিশ্ব চোখ জুরে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
বিশ্ব বই ঘুরে ,
কবি কবিতা লিখে যায় ,
বর্ণ বসিয়ে ।
কবিতা পাঠক কবিতা পরে ,
চোখ জুরে ।
কবির মনের ভাবনাচিন্থা ,
কেহ জানত না।
কবি যদি যত্ন করে,
প্রকৃতি দেখত না।
কবিতা পাঠক কখনো ,
বুঝতে পারত না ।
কবির অন্তর যদি,
চুপটি করে থাকতো ।
কবিতা পাঠক কখনো কি ,
আলো ছুতে পেতো ?
কবি ভালবেসে আলোর নেশা দেন ,
ঐ নেশা পাঠক গ্রহন করে,
বিলিন করে দেন ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast