বিবর্তন
আজ ক্ষুধা পেলেও খাদ্য কেনে না
প্রেমিক ,
প্রিয়ার জন্য ফুল কিনবে বলে।
এক পেট ক্ষুধা নিয়ে ঘোরে
ফালতু কার্ড বা টেডি বিয়ার কোলে ।
বছরের বিশেষ দিন গুলোতেও রাস্তায়
ক্ষুধা নাকি বিলুপ্ত প্রায়
সেথা জন্মেছে ভালোবাসার স্বর্গ উদ্যান ।
ডাস্টবিনে পুতে রেখে মান সম্মান ।
ঘুমের রাজ্যে হানা দেয় ফোনের ডিসপ্লে
কেড়ে নিয়ে ঘুম ।
গন্ধের রাজ্যে পৃথিবী গদ্য ময়
পূর্ণিমার চাঁদ সেথা প্রেমিকার পারফিউম ।
প্রেমিক ,
প্রিয়ার জন্য ফুল কিনবে বলে।
এক পেট ক্ষুধা নিয়ে ঘোরে
ফালতু কার্ড বা টেডি বিয়ার কোলে ।
বছরের বিশেষ দিন গুলোতেও রাস্তায়
ক্ষুধা নাকি বিলুপ্ত প্রায়
সেথা জন্মেছে ভালোবাসার স্বর্গ উদ্যান ।
ডাস্টবিনে পুতে রেখে মান সম্মান ।
ঘুমের রাজ্যে হানা দেয় ফোনের ডিসপ্লে
কেড়ে নিয়ে ঘুম ।
গন্ধের রাজ্যে পৃথিবী গদ্য ময়
পূর্ণিমার চাঁদ সেথা প্রেমিকার পারফিউম ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কষ্টের ফেরিওলা ৩১/০৭/২০১৬অনেক সুন্দর
-
আব্দুল মান্নান মল্লিক ৩০/০৭/২০১৬অভাবনীয় প্রকাশ প্রিয় কবি
-
অঙ্কুর মজুমদার ২৯/০৭/২০১৬vlo....
-
স্বপ্নময় স্বপন ২৯/০৭/২০১৬ভিন্ন স্বাদে তৃপ্ত হলাম!