লাশঘর
লাশঘরে হিম ঠান্ডা নিরবতা ভয়
লাশঘর খালি থাক, হোক শব্দময়
অপঘাতে মৃত্যু এলে লাশঘর ভরে
আমাদের যেন বন্ধু ভালো মৃত্যু হয়
লাশঘরে মনোরঞ্জন ডোম ময়না তদন্ত করে
কাটাকুটি সারা দেহে, করে কি অন্তরে?
ভুস করে ভুঁড়ি ফাঁক, গৃহ গন্ধময়
লাশঘরে আত্মারাম দেহখাঁচা ছাড়ে!
লাশঘরে আলো জ্বলে বত্রিশ পাওয়ার
সাজানো বিছানা জুড়ে ভুতুরে কারবার
কোথাওবা মরা রক্ত ঋণ শোধ করে
আমাদেরও দিন আসে লাশঘর যাওয়ার?
আমাকে কখনো যদি আনো লাশঘর
দেহটাকে শুইয়ে দিও ন্যাপথলিনের পর
আত্মা উড়ে বসতে যেন পারে জানালায়
সারারাত্র দৃষ্টি যাবে জ্যোৎস্নার উপর।
লাশঘর খালি থাক, হোক শব্দময়
অপঘাতে মৃত্যু এলে লাশঘর ভরে
আমাদের যেন বন্ধু ভালো মৃত্যু হয়
লাশঘরে মনোরঞ্জন ডোম ময়না তদন্ত করে
কাটাকুটি সারা দেহে, করে কি অন্তরে?
ভুস করে ভুঁড়ি ফাঁক, গৃহ গন্ধময়
লাশঘরে আত্মারাম দেহখাঁচা ছাড়ে!
লাশঘরে আলো জ্বলে বত্রিশ পাওয়ার
সাজানো বিছানা জুড়ে ভুতুরে কারবার
কোথাওবা মরা রক্ত ঋণ শোধ করে
আমাদেরও দিন আসে লাশঘর যাওয়ার?
আমাকে কখনো যদি আনো লাশঘর
দেহটাকে শুইয়ে দিও ন্যাপথলিনের পর
আত্মা উড়ে বসতে যেন পারে জানালায়
সারারাত্র দৃষ্টি যাবে জ্যোৎস্নার উপর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৭/০৭/২০১৬ছন্দ বৃত্তের বাইরে থেকে বলবো, খুব সুন্দর হয়েছে।
-
তুষার অপু ২৭/০৭/২০১৬ভালো উপস্থাপনা।
-
স্বপ্নময় স্বপন ২৬/০৭/২০১৬ভালো হয়েছে!
-
মাহাবুব ২৬/০৭/২০১৬লেখাটা খুব সুন্দর হয়েছে কবি।
-
অমলেন্দু বিশ্বাস ২৬/০৭/২০১৬ভালো লাগলো পড়ে
-
প্রশান্ত মন্ডল ২৬/০৭/২০১৬Nice