www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিস্বাত বাঁসির সুর

ঢেউয়ের দোলায় মন যে ভোলায়,
শাপলা ভরা নদ,
কোয়াকের মত লুকোচুরি খেলি
মনে জাগে বড় স্বাধ।
!
বাতাসে দোলে সাদা কাশফুল
কলমি লতায় ঘেরা,
প্রজাপতির মিলন পরশে
মৌ মৌ রবে ফেরা।
!
কদমের দিন ফুরিয়ে গেছে
তবুও শুনি টাপুর,
বিস্বাদ বীনায় সুর তুলে নাচে
আমারি পায়ের নূপুর।
!
সুখ যে মোরে হাতছানি দেয়
দুঃখ থাকে জড়িয়ে,
দুঃখ যে মোর বাস্তবতা
কিভাবে যায় এড়িয়ে।
!
দুখের লাগাম জাপটে ধরি
কিভাবে যে দিব পাড়ি,
সুখ যে আমার স্বপন শাড়ি
ভাঙছে যেন হাতের চুড়ি।
!
লেখাঃ
Evana Eva(ঘুমের রানী)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ সরব বাবু ২৫/০৭/২০১৬
    "কদমের দিন ফুরিয়ে গেছে
    তবুও শুনি টাপুর ,
    বিষ্বাদ বীণায় সুর তুলে নাচে
    আমারি পায়ের নুপুর। "
    চমৎকার লেখনি।
  • স্বপ্নময় স্বপন ২৪/০৭/২০১৬
    ভালো!
  • স্বপ্নময় স্বপন ২৪/০৭/২০১৬
    শুভেচ্ছা! অনবদ্য! বানানের ক্ষেত্রে টাইপিং সময় কী বোর্ডের প্রতি নজর দেবেন!
  • বানানে মনোযোগী হতে হবে।
 
Quantcast