www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নবজাাগরণ

শেষ বিকেলের মেঠো পথ থেকে কিছুটা উপরে
যখন ছটপট করতে থাকে বাদুরগুলো
হয়তো সেই মুহূর্তে মনে পড়ে
আর খুঁজতে চেষ্টা করি অলসতার মাপকাঠি
একজন গোঁফ প্রিয় মানুষ সেলুনের চেয়ারে বসে
যখন প্রিয় গোঁফটাকে ছেঁটে ফেলার আদেশ দেয়
ঠিক তখনই প্রিয়দের হারানোর ব্যাথা
আর হাজার কাকের গান অর্থপূর্ণ হয়ে ওঠে
পাশের বাড়িতে দেখি সিগারেট হাতটা
একে একে রঙিন ক্যালেন্ডারে দিন বদলাচ্ছে
আর আমার বিবর্ন ক্যালেন্ডার
সারি সারি মুখের আনাগোনায় হারিয়ে ফেলছে দিন
নির্ঘাত এটা প্রেমের কবিতা না
জঠর ভিজিয়ে বেরিয়ে আসা সদ্যোজাতর কবিতাও না
আমার আঙুল ছোঁয়া দূরত্বে থাকা
লিপস্টিকে ব্যাস্ত ছেলে মেয়েদের কবিতাও নয়
এ কবিতা বিষম ঝরে আছড়ে পড়া মানুষগুলো আর
উঠোনের পাশে অজানা ধানের ভিজে গন্ধের কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সভ্যচাষী সপ্তম ২৪/০৭/২০১৬
    নবজাগরণ.......
    দেখে নিস
  • স্বপ্নময় স্বপন ২৩/০৭/২০১৬
    চমৎকার!
  • পড়লাম। আজ মন্তব্য করবো না।
  • সভ্যচাষী সপ্তম ২২/০৭/২০১৬
    ভালো.....
  • অঙ্কুর মজুমদার ২২/০৭/২০১৬
    besh vlo......
  • দ্বীপ সরকার ২২/০৭/২০১৬
    নাইস।।।
 
Quantcast