সহজ কথা
সহজ কথা সহজ করে যায়না যেমন বলা
পেটের মধ্যে কতই কথা যায়না কিছুই বলা।
সহজ কথা বলব কী ? সহজ কথা ভাবছি কী?
পুরোনো কথা নতুন করে আবার বলবো কী?
মরি বেশ বেশ বেশ আহা বেশ বেশ বেশ।
একদিকেতে তেলা মাথায় তেল গড়িয়ে পড়ছে
অন্য দিকে তৈল বিনা আঁধারে রাত কাটছে।
জিনিসের দাম বেড়েছে মানুষের দাম কমেছে
তবু ও দেখি মানুষ কেমন সুখের নিদ্রা যাচ্ছে।
মরি বেশ বেশ বেশ আহা বেশ বেশ বেশ।
ছড়ানো ছেটানো এখানে ওখানে মৃত্যুর পরোয়ানা
আঁধারে হারাবে সব? হবেনা স্বপ্নের আনাগোনা ।
ওযে সোনার হরিণ পালিয়ে বেড়ায় দেয়না ধরা
স্বপ্ন দৌড়ে স্বপ্ন ঝরে, নেই গতি নেই মৃত্যু ছাড়া।
মরি বেশ বেশ বেশ আহা বেশ বেশ বেশ।
সহজ কথা সহজ করে বলছি শুনেন ভাই
একসাথে সবে গর্জে উঠবো সময় বলছে তাই।
বাঁচতে হলে লড়তে হবে এটাই সহজ কথা
লড়তে পথে নামতে হবে এটাই আসল কথা।
পেটের মধ্যে কতই কথা যায়না কিছুই বলা।
সহজ কথা বলব কী ? সহজ কথা ভাবছি কী?
পুরোনো কথা নতুন করে আবার বলবো কী?
মরি বেশ বেশ বেশ আহা বেশ বেশ বেশ।
একদিকেতে তেলা মাথায় তেল গড়িয়ে পড়ছে
অন্য দিকে তৈল বিনা আঁধারে রাত কাটছে।
জিনিসের দাম বেড়েছে মানুষের দাম কমেছে
তবু ও দেখি মানুষ কেমন সুখের নিদ্রা যাচ্ছে।
মরি বেশ বেশ বেশ আহা বেশ বেশ বেশ।
ছড়ানো ছেটানো এখানে ওখানে মৃত্যুর পরোয়ানা
আঁধারে হারাবে সব? হবেনা স্বপ্নের আনাগোনা ।
ওযে সোনার হরিণ পালিয়ে বেড়ায় দেয়না ধরা
স্বপ্ন দৌড়ে স্বপ্ন ঝরে, নেই গতি নেই মৃত্যু ছাড়া।
মরি বেশ বেশ বেশ আহা বেশ বেশ বেশ।
সহজ কথা সহজ করে বলছি শুনেন ভাই
একসাথে সবে গর্জে উঠবো সময় বলছে তাই।
বাঁচতে হলে লড়তে হবে এটাই সহজ কথা
লড়তে পথে নামতে হবে এটাই আসল কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ১৯/০৭/২০১৬বা কবি খুব ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৭/২০১৬বাঁচতে হলে ধৈর্যধারণ করতে হবে।