নিয়ম রক্ষার লড়াই
এই অবহেলা—
অনিচ্ছা-উদাসীনতা,
আবেগের দ্বন্দ্ব;
অস্তিত্বের পরাজয়।
হৃদয়ের অনেক গভীরে
না বলা কথাগুলো
কষ্ট হয়ে বাসা বাঁধে,
নীরব অভিমানে।
অভিযোগে পরিপূর্ণ হয়
অভিমানের সাদা খাতা;
যন্ত্রণার খরস্রোতা নদীতে
ক্রমশ জোয়ার আসে।
সুখের অপর নাম ছলনা;
সুখ আপেক্ষিক,
অনিশ্চিত ভবিষ্যতের
অবাস্তব মরীচিকা।
দুঃখ বর্তমান,
সুনিশ্চিত চলমান;
দুঃখই জীবন—
জীবনের অপর নাম।
সুখের নেশায় বুঁদ
নাগরিক সভ্যতা;
অলীক কল্পনায় বিভোর
অসহ্য বায়ুমন্ডলে।
ওরা ছোটে মরীচিকার পেছনে;
হৃদয়ের প্রাচীর পেরিয়ে—
চিরকাল অচেনা থেকে যায়
অভিমানের কানাগলি।
কেউ জানতে চায় না
বেদনার উৎস;
কেউ শুনতে চায় না
যন্ত্রণার দিনলিপি।
অভিমান পড়ে থাকে
চূড়ান্ত অবহেলায়;
পৃথিবী এগিয়ে চলে
আপন কক্ষপথে।
সুখের অভিনয়,
সময়ের মিথ্যাচার;
চলতে থাকে দ্বন্দ্ব—
নিয়ম রক্ষার লড়াই।
অনিচ্ছা-উদাসীনতা,
আবেগের দ্বন্দ্ব;
অস্তিত্বের পরাজয়।
হৃদয়ের অনেক গভীরে
না বলা কথাগুলো
কষ্ট হয়ে বাসা বাঁধে,
নীরব অভিমানে।
অভিযোগে পরিপূর্ণ হয়
অভিমানের সাদা খাতা;
যন্ত্রণার খরস্রোতা নদীতে
ক্রমশ জোয়ার আসে।
সুখের অপর নাম ছলনা;
সুখ আপেক্ষিক,
অনিশ্চিত ভবিষ্যতের
অবাস্তব মরীচিকা।
দুঃখ বর্তমান,
সুনিশ্চিত চলমান;
দুঃখই জীবন—
জীবনের অপর নাম।
সুখের নেশায় বুঁদ
নাগরিক সভ্যতা;
অলীক কল্পনায় বিভোর
অসহ্য বায়ুমন্ডলে।
ওরা ছোটে মরীচিকার পেছনে;
হৃদয়ের প্রাচীর পেরিয়ে—
চিরকাল অচেনা থেকে যায়
অভিমানের কানাগলি।
কেউ জানতে চায় না
বেদনার উৎস;
কেউ শুনতে চায় না
যন্ত্রণার দিনলিপি।
অভিমান পড়ে থাকে
চূড়ান্ত অবহেলায়;
পৃথিবী এগিয়ে চলে
আপন কক্ষপথে।
সুখের অভিনয়,
সময়ের মিথ্যাচার;
চলতে থাকে দ্বন্দ্ব—
নিয়ম রক্ষার লড়াই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১৬/০৭/২০১৬সুন্দর সৃষ্টি
-
অঙ্কুর মজুমদার ১৬/০৭/২০১৬vlo..
-
স্বপ্নময় স্বপন ১৬/০৭/২০১৬বেশ ভালো লাগলো!
-
সভ্যচাষী সপ্তম ১৫/০৭/২০১৬চমৎকার
-
প্রিয় ১৫/০৭/২০১৬বা বন্ধু খুব সুন্দর।