মনমাঝি তুই কই
মন যমুনায় উথাল পাথাল,ভাঙছে সুখের ঘর,
অশ্রু ধারায় বানভাসি আজ,মনের তেপান্তর।
দিশাহারা আমার তরী,মনমাঝি তুই কই!
তোর আশাতে বানের মুখেও,খুঁজছি জলের থই!
মন ভেঙেছে,কূল ভেঙেছে,উচ্ছ্বসিত বান,
অথৈ জলের অথৈ সীমা,কে বাঁচাবে প্রাণ!
মনমাঝি তুই শক্ত করে হালটা এসে ধর,
নৌকা আমার টলোমলো,আসছে ভীষণ ঝড়।
মেঘ জমেছে মনের কোণে,লয়ের পূর্বাভাস,
জানি না কোন দন্ডে আসে সুপ্ত সর্বনাশ!
তার আগে তুই ত্রস্ত তরীর দে উড়িয়ে পাল,
ভাটিয়ালী গানের সুরে ধর তরণীর হাল।
অশ্রু ধারায় বানভাসি আজ,মনের তেপান্তর।
দিশাহারা আমার তরী,মনমাঝি তুই কই!
তোর আশাতে বানের মুখেও,খুঁজছি জলের থই!
মন ভেঙেছে,কূল ভেঙেছে,উচ্ছ্বসিত বান,
অথৈ জলের অথৈ সীমা,কে বাঁচাবে প্রাণ!
মনমাঝি তুই শক্ত করে হালটা এসে ধর,
নৌকা আমার টলোমলো,আসছে ভীষণ ঝড়।
মেঘ জমেছে মনের কোণে,লয়ের পূর্বাভাস,
জানি না কোন দন্ডে আসে সুপ্ত সর্বনাশ!
তার আগে তুই ত্রস্ত তরীর দে উড়িয়ে পাল,
ভাটিয়ালী গানের সুরে ধর তরণীর হাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১৬/০৭/২০১৬besh....vlo
-
সভ্যচাষী সপ্তম ১৫/০৭/২০১৬দারুণ.......... কবি
-
স্বপ্নময় স্বপন ১৫/০৭/২০১৬Awesome!!!
-
নাবিক ১৫/০৭/২০১৬ভালো লাগলো
-
গোপেশ দে ১৫/০৭/২০১৬ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৭/২০১৬পড়ে কিছু না বলে চলে গেলাম।
-
দেবব্রত সান্যাল ১৫/০৭/২০১৬ভালো লাগলো। তারুণ্যে স্বাগত।