স্বাধীনতার সুখ
বাংলা আমার জন্মভূমি
মুক্ত স্বাধীন দেশ,
লালসবুজের নিশান আজও
উড়ছে বাতাসে বেশ।
এই নিশানের পিছে আছে
রক্তক্ষয় ইতিহাস,
অগ্নিঝরা মার্চ সহ আছে
যুদ্ধ শোষণের মাস।
মুজিব কন্ঠে বজ্র ভাষণ
আর মুক্তির জয়গান,
অস্ত্র ধরে অরুণ তরুণ
যুদ্ধে ঝরায় প্রাণ।
ছাব্বিশে মার্চ স্বাধীনতার
বীজ রোপিত হয়,
পাক সেনা হটিয়ে দামাল
ছিনিয়ে আনলো জয়।
একাত্তরে বাংলা মায়ের
খালি হলো বুক,
রক্তের দামে যোদ্ধা দিলো
স্বাধীনতার সুখ।
মুক্ত স্বাধীন দেশ,
লালসবুজের নিশান আজও
উড়ছে বাতাসে বেশ।
এই নিশানের পিছে আছে
রক্তক্ষয় ইতিহাস,
অগ্নিঝরা মার্চ সহ আছে
যুদ্ধ শোষণের মাস।
মুজিব কন্ঠে বজ্র ভাষণ
আর মুক্তির জয়গান,
অস্ত্র ধরে অরুণ তরুণ
যুদ্ধে ঝরায় প্রাণ।
ছাব্বিশে মার্চ স্বাধীনতার
বীজ রোপিত হয়,
পাক সেনা হটিয়ে দামাল
ছিনিয়ে আনলো জয়।
একাত্তরে বাংলা মায়ের
খালি হলো বুক,
রক্তের দামে যোদ্ধা দিলো
স্বাধীনতার সুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৮/০৭/২০২৩অনুপম ভাব ও অনুভূতির সুন্দর প্রকাশ
-
কাজী জুবেরী মোস্তাক ২৮/০৩/২০২৩চমৎকার লেখা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৩/২০২৩সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২৩খুবই চমৎকার উপস্থাপন করেছেন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০৩/২০২৩সুন্দর প্রকাশ ।
।