www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বসন্তের শোভা

বসন্ত নেমে এসেছে ধরায়,
কোকিলের কুহু মন ভরায়।
কত না পুস্প বনে কাননে,
রঙিন স্বপন অলির মননে।

কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে,
দখিনা সমীর কানে বাজে।
বউকথা কও পাখিরা ডাকে,
জোয়ান বুড়ো সুখে হাঁকে।

মৌমাছি দল বেঁধেছে টুলে,
আগুনরাঙা ঐ পলাশ ফুলে।
গাছপালায় নব পল্লব জাগে,
সবকিছু কি যে অপূর্ব লাগে।

শিমুলমহুয়া পলাশ ঘ্রাণে,
প্রকৃতির হাওয়া লাগে প্রাণে।
রুক্ষতা কেটে যায় ধীরে ধীরে,
ললনা সাজে নানা রং ঘিরে ।

ফুলে ফলে প্রাণে শিহরণ,
নব সাজ সবে করে গ্রহণ।
শত প্রয়াসে বসন্ত বরণ,
পথ-প্রান্তে বয় সে সমীরণ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast