বসন্তের শোভা
বসন্ত নেমে এসেছে ধরায়,
কোকিলের কুহু মন ভরায়।
কত না পুস্প বনে কাননে,
রঙিন স্বপন অলির মননে।
কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে,
দখিনা সমীর কানে বাজে।
বউকথা কও পাখিরা ডাকে,
জোয়ান বুড়ো সুখে হাঁকে।
মৌমাছি দল বেঁধেছে টুলে,
আগুনরাঙা ঐ পলাশ ফুলে।
গাছপালায় নব পল্লব জাগে,
সবকিছু কি যে অপূর্ব লাগে।
শিমুলমহুয়া পলাশ ঘ্রাণে,
প্রকৃতির হাওয়া লাগে প্রাণে।
রুক্ষতা কেটে যায় ধীরে ধীরে,
ললনা সাজে নানা রং ঘিরে ।
ফুলে ফলে প্রাণে শিহরণ,
নব সাজ সবে করে গ্রহণ।
শত প্রয়াসে বসন্ত বরণ,
পথ-প্রান্তে বয় সে সমীরণ ।
কোকিলের কুহু মন ভরায়।
কত না পুস্প বনে কাননে,
রঙিন স্বপন অলির মননে।
কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে,
দখিনা সমীর কানে বাজে।
বউকথা কও পাখিরা ডাকে,
জোয়ান বুড়ো সুখে হাঁকে।
মৌমাছি দল বেঁধেছে টুলে,
আগুনরাঙা ঐ পলাশ ফুলে।
গাছপালায় নব পল্লব জাগে,
সবকিছু কি যে অপূর্ব লাগে।
শিমুলমহুয়া পলাশ ঘ্রাণে,
প্রকৃতির হাওয়া লাগে প্রাণে।
রুক্ষতা কেটে যায় ধীরে ধীরে,
ললনা সাজে নানা রং ঘিরে ।
ফুলে ফলে প্রাণে শিহরণ,
নব সাজ সবে করে গ্রহণ।
শত প্রয়াসে বসন্ত বরণ,
পথ-প্রান্তে বয় সে সমীরণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০২/২০২৩অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০২/২০২৩সুন্দর ব্যাখ্যা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০২/২০২৩চমৎকার লিখেছেন।
-
ফয়জুল মহী ১৮/০২/২০২৩অনবদ্য লেখা।
-
নাসরীন আক্তার রুবি ১৮/০২/২০২৩বসন্তের কবিতা ভাল লাগল