বিশ্বকাপে বিশ্ব কাঁপে
বিশ্ব কাঁপে বিশ্বকাপে,
গোলে গোলে শোরগোল।
উন্মাদনা সবার মাঝে,
উঠবে ট্রপি কার কোল?
কেউবা ব্রাজিল কেউ জার্মানি
কেউবা আর্জেন্টিনা,
একদল আছে জিতলে সে দল,
দলের ভক্ত? জ্বী না।
খেলার মাঠে জয় পরাজয়
প্রিয় টিমের লড়াই,
তর্কাতর্কি চায়ের আড্ডায়
কেউবা করে বড়াই।
নিত্য নতুন প্রযুক্তিতে
বদল খেলার দৃশ্য,
বাংলাদেশের খেলোয়াড়রা
আজও কেন নিঃস্ব?
গ্রাম শহর আর হাটে ঘাটে
পড়লো উৎসব সারা,
সেরা টিম সব,দেখার বাকি
বিশ্বকাপ নেয় কারা?
গোলে গোলে শোরগোল।
উন্মাদনা সবার মাঝে,
উঠবে ট্রপি কার কোল?
কেউবা ব্রাজিল কেউ জার্মানি
কেউবা আর্জেন্টিনা,
একদল আছে জিতলে সে দল,
দলের ভক্ত? জ্বী না।
খেলার মাঠে জয় পরাজয়
প্রিয় টিমের লড়াই,
তর্কাতর্কি চায়ের আড্ডায়
কেউবা করে বড়াই।
নিত্য নতুন প্রযুক্তিতে
বদল খেলার দৃশ্য,
বাংলাদেশের খেলোয়াড়রা
আজও কেন নিঃস্ব?
গ্রাম শহর আর হাটে ঘাটে
পড়লো উৎসব সারা,
সেরা টিম সব,দেখার বাকি
বিশ্বকাপ নেয় কারা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/১২/২০২২ফুটবল মানেই নব নব উত্তেজনার সমাহার!
-
ফয়জুল মহী ০৪/১২/২০২২নিপুণ হাতের ছোঁয়ায় অনুপম উপস্থাপন । সাহিত্যক মনই পারে সুসাহিত্য ভালোবাসতে।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/১২/২০২২সুন্দর প্রকাশ।
-
রাবেয়া মৌসুমী ০৪/১২/২০২২মজার ,ছন্দে কথায় মজা পেলাম।