বকুল তলার প্রেম
বকুলের শাখে ফুটিছে বকুল অলির আনাগোনা,
তাই ভেবে মন, সখীর আগমন, স্বপন মনে বোনা।
মনে প্রাণে হাসি,তুলি হস্তে বাঁশি,বাজাই দিবানিশি,
সখী কয় ওরে, দেখ না মোরে, আকুল চিত্ত দিশি।
আমি বলি প্রিয়, কাঙালের প্রেম নিও, ফিরিও বারেবারে
অভিমান ভুলে,বকুলের মালা তুলে,এসো তব মোর দ্বারে।
বিষাদের শহর, কাটে না যে প্রহর, দিনের নেই যে তান,
সখী দিল ফাঁকি, তবু স্বপ্ন আঁকি, বকুলের ছোয়া অম্লান।
তৃণের মাঝে শ্যাম, শুভ্র পুষ্প হেম, নাশে মিশে ঘ্রাণ,
বকুল সমীরে তরু,কাঁপে না বুক দুরু,ছায়ায় তৃপ্ত প্রাণ।
তাই ভেবে মন, সখীর আগমন, স্বপন মনে বোনা।
মনে প্রাণে হাসি,তুলি হস্তে বাঁশি,বাজাই দিবানিশি,
সখী কয় ওরে, দেখ না মোরে, আকুল চিত্ত দিশি।
আমি বলি প্রিয়, কাঙালের প্রেম নিও, ফিরিও বারেবারে
অভিমান ভুলে,বকুলের মালা তুলে,এসো তব মোর দ্বারে।
বিষাদের শহর, কাটে না যে প্রহর, দিনের নেই যে তান,
সখী দিল ফাঁকি, তবু স্বপ্ন আঁকি, বকুলের ছোয়া অম্লান।
তৃণের মাঝে শ্যাম, শুভ্র পুষ্প হেম, নাশে মিশে ঘ্রাণ,
বকুল সমীরে তরু,কাঁপে না বুক দুরু,ছায়ায় তৃপ্ত প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমান শেখ ২৪/০৭/২০২২বেশ সুন্দর লিখেছেন। শুভকামনা।
-
Md. Rayhan Kazi ২৪/০৭/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ২৪/০৭/২০২২Excellent
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৭/২০২২দারুণ