পিয়ারা নবী
পথের মধ্যে পথ হারিয়ে
খুঁজেছি আলোর পথ,
হেরার আলো তিমির ঘুচে
দেখালো সত্যের মত।
অাঁধার মক্কায় আলো হয়ে
এলেন নবী ভবে,
দূর করিলেন কলুষ জরা
দিলেন বিধান সবে।
সত্য মনে দ্বীনের কথা
ছড়ালেন সব দেশে,
কষ্ট সয়ে কাটালেন দিন
সহজ সরল বেশে।
মরুর বুকে শুয়ে আছেন
মোর পিয়ারা নবী,
নবীর প্রেমে বিশ্বজগৎ
সৃজন হলো সবি।
মাতোয়ারা নবীর প্রেমে
আশেক উম্মত যারা,
রোজ হাসরে বিচার দিনে
মুক্তি পাবেন তারা।
খুঁজেছি আলোর পথ,
হেরার আলো তিমির ঘুচে
দেখালো সত্যের মত।
অাঁধার মক্কায় আলো হয়ে
এলেন নবী ভবে,
দূর করিলেন কলুষ জরা
দিলেন বিধান সবে।
সত্য মনে দ্বীনের কথা
ছড়ালেন সব দেশে,
কষ্ট সয়ে কাটালেন দিন
সহজ সরল বেশে।
মরুর বুকে শুয়ে আছেন
মোর পিয়ারা নবী,
নবীর প্রেমে বিশ্বজগৎ
সৃজন হলো সবি।
মাতোয়ারা নবীর প্রেমে
আশেক উম্মত যারা,
রোজ হাসরে বিচার দিনে
মুক্তি পাবেন তারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৬/০৯/২০২১বেশ ভাবনা
-
ফয়জুল মহী ১৬/০৯/২০২১Very good post
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৯/২০২১নবীর জীবন
করবো গঠন। -
সাইয়িদ রফিকুল হক ১৫/০৯/২০২১ভালো।