বাংলার চাষী
শেক্সপীরীয় সনেট
ABAB CDCD EFED GG
দেশের কৃষক তুমি.. কর ক্ষেতে চাষ
শক্ত হাতে চাষাবাদ.. করো হাল ধরে,
দিবানিশি রোদ বৃষ্টি..খাটো বারোমাস
তবুও অভাব থাকে... তোমাদের ঘরে।
মুক্ত আকাশের নিচে..রাশি-রাশি ধান।
ক্ষুধায় পেটটা জ্বলে... সহ্য ধৈর্য ধরো।
কৃষকের মুখে হাসি .... ছুঁয়ে যায় প্রাণ।
তোমার জীবন গেলো..তবু কাজ করো।
চাষী আসল সাধক.....বাকিরা নকল।
চাষীর মুখের হাসি....অকপটতা ভরা।
দেশের চাষা ফলায়.... সোনার ফসল।
কৃষকের জন্য আজি...শ্যামলতা ধরা।
কৃষকের জন্য মোরা..পাচ্ছি ভবে অন্ন,
সভ্য সমাজ কভু কি..ভাবি ওদের জন্য।
ABAB CDCD EFED GG
দেশের কৃষক তুমি.. কর ক্ষেতে চাষ
শক্ত হাতে চাষাবাদ.. করো হাল ধরে,
দিবানিশি রোদ বৃষ্টি..খাটো বারোমাস
তবুও অভাব থাকে... তোমাদের ঘরে।
মুক্ত আকাশের নিচে..রাশি-রাশি ধান।
ক্ষুধায় পেটটা জ্বলে... সহ্য ধৈর্য ধরো।
কৃষকের মুখে হাসি .... ছুঁয়ে যায় প্রাণ।
তোমার জীবন গেলো..তবু কাজ করো।
চাষী আসল সাধক.....বাকিরা নকল।
চাষীর মুখের হাসি....অকপটতা ভরা।
দেশের চাষা ফলায়.... সোনার ফসল।
কৃষকের জন্য আজি...শ্যামলতা ধরা।
কৃষকের জন্য মোরা..পাচ্ছি ভবে অন্ন,
সভ্য সমাজ কভু কি..ভাবি ওদের জন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২১গভীর উপলব্ধির অতুলনীয়, অসাধারণ প্রকাশ।খুব ভাল লাগলো।
-
কবি অন্তর চন্দ্র ০৭/০৭/২০২১চমৎকার লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৭/২০২১চাষীদের জন্য অতুলনীয় লেখা।
-
বিদায় বেলা ০৬/০৭/২০২১দারুণ লিখেছেন