আষাঢ়ে বানভাসি
আষাঢ় মাসে বর্ষা নামে
বৃষ্টি পড়ে খসে,
জনমানব সারা বেলা
ঘরে থাকে বসে।
নদী নালা বিল প্রণালী
পানিতে যায় ভরে,
বানে ভেসে মানুষ সবে
বাঁচে মেহনত করে।
সহায় সম্বল সবকিছু তো
আছে তাদের গাঁয়ে,
ঘরবাড়ি যে পানির নিচে
ভাসছে তারা নায়ে।
বানের জলে ভাসে ডুবে
বাঁচতে বড় যে দায়,
বেঁচে থাকার জন্য তারা
খাদ্য,বেড়িবাঁধ চায়।
সমাজের সব বিত্তশালী
ধনী ব্যক্তি সবে,
দূর করিলে তাদের দুঃখ
সহায় হবেন রবে।
বৃষ্টি পড়ে খসে,
জনমানব সারা বেলা
ঘরে থাকে বসে।
নদী নালা বিল প্রণালী
পানিতে যায় ভরে,
বানে ভেসে মানুষ সবে
বাঁচে মেহনত করে।
সহায় সম্বল সবকিছু তো
আছে তাদের গাঁয়ে,
ঘরবাড়ি যে পানির নিচে
ভাসছে তারা নায়ে।
বানের জলে ভাসে ডুবে
বাঁচতে বড় যে দায়,
বেঁচে থাকার জন্য তারা
খাদ্য,বেড়িবাঁধ চায়।
সমাজের সব বিত্তশালী
ধনী ব্যক্তি সবে,
দূর করিলে তাদের দুঃখ
সহায় হবেন রবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ০৪/০৭/২০২১চমৎকার একটা লেখা পাঠে ভালো লাগলো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৭/২০২১নান্দনিক।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৭/২০২১গরীবদের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
-
মোঃ মুসা খান ০৪/০৭/২০২১চমৎকার,
-
adnan ০৪/০৭/২০২১অসাধারণ কবি