ভালোবাসার ফাঁকি
আমার মনের মাঝে নিত্য
বন্ধুর ছবি আঁকি,
বন্ধু তুমি আমায় কভু
দিও না তো ফাঁকি।
চোখে রঙিন স্বপ্ন দেখি
শুধু তোমায় নিয়ে,
সুখের রাজ্য গড়বো মোরা
ভালোবাসা দিয়ে।
কুসুমবাগে পরাগ মেখে
তোমায় নিয়ে সাথে,
সাগরতটে ঘুরবো দুজন
জোছনা ভরা রাতে।
কল্পলোকে সাজাই তোমায়
ভোরের তাজা ফুলে,
কোমল প্রীতির পরশ দিয়ে
রাখি হিয়ার কূলে।
হৃদয়খানা ভেঙো নাকো
আমায় দিয়ে ফাঁকি,
তুমি আমার জীবন মরণ
হৃদয় মাঝে আঁখি।
বন্ধুর ছবি আঁকি,
বন্ধু তুমি আমায় কভু
দিও না তো ফাঁকি।
চোখে রঙিন স্বপ্ন দেখি
শুধু তোমায় নিয়ে,
সুখের রাজ্য গড়বো মোরা
ভালোবাসা দিয়ে।
কুসুমবাগে পরাগ মেখে
তোমায় নিয়ে সাথে,
সাগরতটে ঘুরবো দুজন
জোছনা ভরা রাতে।
কল্পলোকে সাজাই তোমায়
ভোরের তাজা ফুলে,
কোমল প্রীতির পরশ দিয়ে
রাখি হিয়ার কূলে।
হৃদয়খানা ভেঙো নাকো
আমায় দিয়ে ফাঁকি,
তুমি আমার জীবন মরণ
হৃদয় মাঝে আঁখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ১৮/০৬/২০২১সুন্দর প্রেমানুভূতি প্রকাশ
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২১বাহ্ নিখুঁত লেখা, দারুণ প্রকাশ করেছেন,পাঠে মুগ্ধ হলাম।l
-
কে. পাল ১৭/০৬/২০২১Sundor
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৬/২০২১ভালো।
-
adnan ১৭/০৬/২০২১চমৎকার