ভাইরাস করোনা
হে করোনা,তুমি এক অতিশয় ছলনা,
আমাদের কে আর অসহায় করোনা।
ইবোলা,মারবুর্গ,রেবিজ,ডেঙ্গু মহামারী,
সব গেছে কমজোরি করোনা বলশালী।
মরণব্যাধি হে করোনা ঘুরছো বিশ্ব জুড়ে,
মহাআতংকে জীবনযাপন কাছে কিংবা দূরে।
ধরাধামে চলছে ভীষণ পাপাচার আর জুলুম,
করোনা এর পরিণাম মহান রবের হুকুম।
তাওবাহ করে ফিরে এসো হেদায়াতের পথে,
সারাবিশ্বের প্রতিপালক সদয় হবেন এতে।
অন্যায় অবিচার বন্ধ কর,হারাম ভোজন ছাড়ো,
সমাগম এডিয়ে চলে পরিবেশ পরিপাটি রাখো।
জন সচেতনতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মানো,
তবেই, এই মুসিবত থেকে মুক্তি পেতে পারো।
৩০ এপ্রিল ২০২০, নোয়াখালী
আমাদের কে আর অসহায় করোনা।
ইবোলা,মারবুর্গ,রেবিজ,ডেঙ্গু মহামারী,
সব গেছে কমজোরি করোনা বলশালী।
মরণব্যাধি হে করোনা ঘুরছো বিশ্ব জুড়ে,
মহাআতংকে জীবনযাপন কাছে কিংবা দূরে।
ধরাধামে চলছে ভীষণ পাপাচার আর জুলুম,
করোনা এর পরিণাম মহান রবের হুকুম।
তাওবাহ করে ফিরে এসো হেদায়াতের পথে,
সারাবিশ্বের প্রতিপালক সদয় হবেন এতে।
অন্যায় অবিচার বন্ধ কর,হারাম ভোজন ছাড়ো,
সমাগম এডিয়ে চলে পরিবেশ পরিপাটি রাখো।
জন সচেতনতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মানো,
তবেই, এই মুসিবত থেকে মুক্তি পেতে পারো।
৩০ এপ্রিল ২০২০, নোয়াখালী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৬/০৬/২০২১ঈশ্বর রক্ষা করুন