জেগে ওঠো বীর
চারিদিকে হত্যা লুটপাট ভাই
হাহাকারে চিৎকার শান্তি নাই
সমাজ দেশে শত্রুর নিধন চাই
ঔক্য ছাড়া জয়ের আশা নাই।
জালিম,ধর্ষক ভরে গেছে দেশ
ওদের মনে নেইতো ভয়ের লেশ
দুর্নীতি,ঘুস চলতেছে খুব বেশ,
এসব আজি করতে হবে শেষ।
মিথ্যার জালটা জ্বলে পুড়ে ছাই
সুন্দর সমাজ গড়তে সবে যাই।
বিভেদ করার সময় কারো নাই,
প্রতিবাদের পথ যেনো সব পাই।
জীবন যৌবন হয় একদা লয়,
ওদের ভয়ে পিছনে আর নয়।
অত্যাচারের নাহি করো ভয়,
আমরা সবে যুদ্ধে করবো জয়।
জাগাও উদ্যম সাহস মনে ধীর,
ঔক্য নিয়ে প্রতিজ্ঞা কর স্থির।
রাখো উঁচু নিত্য তোমার শির,
প্রতিবাদে জেগে ওঠো বীর।
১৫ জুন ২০২১, মাইজদী
হাহাকারে চিৎকার শান্তি নাই
সমাজ দেশে শত্রুর নিধন চাই
ঔক্য ছাড়া জয়ের আশা নাই।
জালিম,ধর্ষক ভরে গেছে দেশ
ওদের মনে নেইতো ভয়ের লেশ
দুর্নীতি,ঘুস চলতেছে খুব বেশ,
এসব আজি করতে হবে শেষ।
মিথ্যার জালটা জ্বলে পুড়ে ছাই
সুন্দর সমাজ গড়তে সবে যাই।
বিভেদ করার সময় কারো নাই,
প্রতিবাদের পথ যেনো সব পাই।
জীবন যৌবন হয় একদা লয়,
ওদের ভয়ে পিছনে আর নয়।
অত্যাচারের নাহি করো ভয়,
আমরা সবে যুদ্ধে করবো জয়।
জাগাও উদ্যম সাহস মনে ধীর,
ঔক্য নিয়ে প্রতিজ্ঞা কর স্থির।
রাখো উঁচু নিত্য তোমার শির,
প্রতিবাদে জেগে ওঠো বীর।
১৫ জুন ২০২১, মাইজদী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ১৬/০৬/২০২১চমৎকার।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০৬/২০২১সুন্দর।
-
মাহতাব বাঙ্গালী ১৫/০৬/২০২১জেগে উঠুক বীর বেশে
জেগে উঠুক মুক্তিদূত
জেগে উঠতে দাও ঘুমন্ত মানবিক শক্তিকে -
অনিমেষ চক্রবর্তী ১৫/০৬/২০২১Darun
-
আলমগীর সরকার লিটন ১৫/০৬/২০২১সুন্দর এভাবেই চলবে